Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যকালবৈশাখীর তাণ্ডব, ভেঙে পড়ল গাছ, মৃত্যু ১, জখম ২

কালবৈশাখীর তাণ্ডব, ভেঙে পড়ল গাছ, মৃত্যু ১, জখম ২

স্টাফ রিপোর্টার: মৌসুমিবায়ু প্রবেশের মুখে মরশুমের তীব্রতম কালবৈশাখীর সাক্ষী থাকল দক্ষিণবঙ্গ। শনিবার বিকেলে ঝড় ও বৃষ্টির দাপটে কাহিল হল একের পর এক জেলা।এদিন বিকেলে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে তুমুল বৃষ্টি হয়। সঙ্গে কোথাও কোথাও তীব্র বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া।

কালবৈশাখীর তাণ্ডব, ভেঙে পড়ল গাছ, মৃত্যু ১, জখম ২

জানা গিয়েছে, বিকেল থেকে বন্ধ হয়ে গিয়েছিল টালিগঞ্জ ও কবি সুভাষ মেট্রো চলাচল। বিকেল সাড়ে ৫টার পর থেকে অবশ্য স্বাভাবিক হয়েছিল বলে মেট্রো রেল সূত্রে খবর।স্বাভাবিকভাবেই এই ভয়ঙ্কর ঝড়ে গাছ উপড়ে গিয়ে একাধিক জায়গায় রাস্তা বন্ধের খবর মিলেছে। অন্যদিকে, বর্ধমানের হরেরডাঙা এলাকায় ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন ২ জন।

কালবৈশাখীর তাণ্ডব, ভেঙে পড়ল গাছ, মৃত্যু ১, জখম ২

ভাতারে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া শ্রীরামপুরেও একজনের প্রাণহানি হয়েছে বলে খবর।আবহাওয়াবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, এদিন কালবৈশাখীর ঝঞ্ঝা রেখা বিস্তৃত ছিল উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে ওড়িশার বালেশ্বর পর্যন্ত। এদিনের হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার।

Most Popular