Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যআইন ভেঙেছে বিজেপির ‘অনুসন্ধান’ দল! হাই কোর্টে জনস্বার্থ মামলা

আইন ভেঙেছে বিজেপির ‘অনুসন্ধান’ দল! হাই কোর্টে জনস্বার্থ মামলা

স্টাফ রিপোর্টার : হাঁসখালির ঘটনায় নদিয়ায় এসেছিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা কারণ অনুসন্ধান দল। সেই দলে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি রেখা বর্মা।তিনি হাঁসখালির মৃতার পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যেই মেয়েটির নাম বলে দেন।

আইন ভেঙেছে বিজেপির ‘অনুসন্ধান’ দল! হাই কোর্টে জনস্বার্থ মামলা

এই ঘটনায় ওই বিজেপি নেত্রী তথা সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে মামলাটি।মামলা করেছেন আইনজীবী এবং জনস্বার্থ মামলাকারী অনিন্দ্যসুন্দর দাস।

আইন ভেঙেছে বিজেপির ‘অনুসন্ধান’ দল! হাই কোর্টে জনস্বার্থ মামলা

জনস্বার্থ মামলাকারী জানিয়েছেন, শুধু এই ঘটনাতেই নয়,কেন্দ্রীয় সংস্থা সিবিআই যেখানে ঘটনাটির তদন্ত করছে, সেখানে কেন্দ্রে ক্ষমতাসীন দলের অনুসন্ধান টিম আলাদা রিপোর্ট তৈরি করে দিচ্ছে। এতে তদন্তে প্রভাব পড়তে পারে।

Most Popular