Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যআগামীকাল থেকে শুরু উচ্চ মাধ্যমিক,পরীক্ষাকেন্দ্রে থাকছে বিশেষ পর্যবেক্ষক

আগামীকাল থেকে শুরু উচ্চ মাধ্যমিক,পরীক্ষাকেন্দ্রে থাকছে বিশেষ পর্যবেক্ষক

স্টাফ রিপোর্টার : আগামীকাল থেকে রাজ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৭ এপ্রিল। নিজের স্কুলেই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্রা -ছাত্রীরা। এবার উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থির সংখ্যা ৭ লক্ষ ৪৫ হাজার।এদিন অ্যাডমিট কার্ড দেখিয়ে পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।এবার ‘হোম সেন্টারে’ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ পড়ুয়ারা নিজেদের স্কুলে গিয়েই পরীক্ষা দেবে। করোনাভাইরাস পরিস্থিতিতে ‘হোম সেন্টারে’ পরীক্ষা হওয়ায় পরীক্ষাকেন্দ্রের সংখ্যা তিনগুণ বেড়েছে। এবার মোট ৬,৭২৭ টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।

আগামীকাল থেকে শুরু উচ্চ মাধ্যমিক,পরীক্ষাকেন্দ্রে থাকছে বিশেষ পর্যবেক্ষক

পরীক্ষার দিনগুলিতে সব পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।অন্যবারের মতো এবারও পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ‘ই-টুকলি’ রোখার উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। সংসদ নিযুক্ত এক জন প্রতিনিধি প্রতিটি স্কুলে রাখার ব্যবস্থাও করা হয়েছে।চলতি বছরের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানানো হয়েছে সংসদের তরফে। যদি কোনও রকম অসুবিধা হয়, তাহলে যোগাযোগ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে।ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খোলা হয়েছে হেল্প ডেস্ক। এই হেল্প ডেস্ক নাম্বারটি হল ০৩৪ ৬২২ ৫৫৭৮৫। এই হেল্প ডেস্ক নাম্বারে উচ্চ মাধ্যমিক সংক্রান্ত যে কোনও সমস্যার কথা তুলে ধরা হলে সমাধান করা হবে বলে জানানো হয়েছে সংসদের তরফে।।

Most Popular

error: Content is protected !!