Friday, April 26, 2024
spot_img
Homeজেলাকাকদ্বীপ হাসপাতালে ৩ সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি

কাকদ্বীপ হাসপাতালে ৩ সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ৩ সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। গৃহবধূর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার দূর্বাচটি গ্রাম পঞ্চায়েতের কামদেব নগরের বাসিন্দা ঝুম্পা রানী দাস জানার শুক্রবার দিন রাতে হঠাৎই প্রসব যন্ত্রণা ওঠে। এরপরই ওই গৃহবধূর পরিবার তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।

কাকদ্বীপ হাসপাতালে ৩ সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি

হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তায় ঝুম্পা এক পুত্র সন্তানের জন্ম দেন। পরে হাসপাতালে ভর্তি করলে ঝুম্পা আরও ২ কন্যা সন্তানের জন্ম দেন। তবে হাসপাতাল সূত্রে জানা যায় মা ও ৩ সন্তান সুস্থ রয়েছেন। এ বিষয়ে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায় জানান, ঝুম্পা রানী দাস জানা নামে এক গৃহবধূ ৩ সন্তানের জন্ম দিয়েছেন।

কাকদ্বীপ হাসপাতালে ৩ সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি

৩ সন্তানই স্বাভাবিক পদ্ধতিতে জন্মগ্রহণ করেছে। মা ও ৩ সন্তান সুস্থ রয়েছে। তবে শিশুদের ওজন কম রয়েছে।অন্যদিকে ওই গৃহবধূর পিসিমা অনুপমা দাস জানান, ঝুম্পার স্বামী পেশায় একজন দিনমজুর। দরিদ্র পরিবারে নবজাতকদের সুস্থভাবে বড় করে তোলাই এখন তাঁদের লক্ষ্য।

Most Popular