Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যচোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, প্রভাব পড়ার সম্ভাবনা নেই বাংলায়

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, প্রভাব পড়ার সম্ভাবনা নেই বাংলায়

স্টাফ রিপোর্টার : বছরের তৃতীয় মাসেই ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ মার্চ নিম্নচাপটি তৈরি হয় দক্ষিণ বঙ্গোপসাগরে। প্রথমে আন্দামানের দিকে এগোবে এই নিম্নচাপ।

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, প্রভাব পড়ার সম্ভাবনা নেই বাংলায়

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আন্দামান এবং আন্দামান সংলগ্ন এলাকায় অবস্থান করবে।আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আন্দামান থেকে ক্রমে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং ২২ মার্চ উত্তর-উত্তরপূর্ব দিকে গিয়ে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে।

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, প্রভাব পড়ার সম্ভাবনা নেই বাংলায়

এই আবহে রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে বসন্তে গ্রীষ্মের দাবদাহ সহ্য করতে হবে রাজ্যবাসীকে। কোনও ঝড়-বৃষ্টিরও সম্ভাবনা নেই রাজ্যে।

Most Popular

error: Content is protected !!