Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যনন্দীগ্রাম-কাণ্ডের ১৫ বছরে টুইট বার্তা মমতা, শুভেন্দুর

নন্দীগ্রাম-কাণ্ডের ১৫ বছরে টুইট বার্তা মমতা, শুভেন্দুর

স্টাফ রিপোর্টার : নন্দীগ্রাম-কাণ্ডের ১৫ বছর পর নন্দীগ্রামের ঘটনা মনে করলেন রাজ্যের শাসক প্রধান এবং বিরোধী প্রধান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারকে কৃষক দিবস উল্লেখ করে নিজের টুইটার হ্যান্ডল থেকে বার্তা দিয়ে লেখেন, ‘প্রত্যেক বছর ১৪ মার্চ আমরা নন্দীগ্রামে পুলিশের গুলিতে প্রাণ হারানো কৃষকদের স্মরণ করতে কৃষক দিবস হিসেবে পালন করি। কৃষক আমাদের গর্ব। আমরা কৃষকদের সুবিধার জন্য তাঁদের সমস্ত সহায়তা প্রদান করছি।

নন্দীগ্রাম-কাণ্ডের ১৫ বছরে টুইট বার্তা মমতা, শুভেন্দুর

আগামীকাল পশ্চিমবঙ্গ দেশের কৃষি উৎপাদনে অন্যতম শীর্ষে পৌঁছেছে। আমাদের কৃষকদের আয় বেড়েছে তিন গুণেরও বেশি বেড়েছে। কৃষক দিবসে আমার সকল কৃষক ভাই বোন এবং তাঁদের পরিবারের সদস্যদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’অন্যদিকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী একটি টুইট বার্তায় জানান, ‘নন্দীগ্রাম আগেও বশ্যতা স্বীকার করেনি। আগামী দিনেও পথ দেখাবে। জমিরক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। জয় জয় নন্দীগ্রাম।’

Most Popular

error: Content is protected !!