Monday, May 20, 2024
spot_img
Homeজেলাউস্তিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ, জলের বোতল, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

উস্তিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ, জলের বোতল, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: করো ন অতিমারিতে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল, কলেজের পঠনপাঠন, বন্ধ থাকে মাধ্যমিক পরীক্ষা। করোনা ভাইরাসের দাপট কমতে এ বছর সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। নেওয়ার কথা ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পরীক্ষা কেন্দ্রগুলির সামনে গোলাপ ফুল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা ও জলের বোতল সহ উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা।
জীবনের প্রথম বড় কোনও পরীক্ষায় বসতে প্রবল উৎসাহ ছিল পরীক্ষার্থীদের মধ্যে।

উস্তিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ, জলের বোতল, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

এদিন উস্তি থানার সরাচি অম্বিকাচরণ হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হাতে উপহার সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছা বার্তা তুলে দেন একতারা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস সভাপতি ফেলুরাম হালদার সহ অন্য নেতারা।
এক পরীক্ষার্থিনী আসিফা খাতুন বলে, করোনা ভাইরাসের জেরে গত দু’বছর স্কুল বন্ধ ছিল। ঠিকমতো স্কুলে যেতে পারিনি। জীবনে প্রথম অন্য স্কুলে পরীক্ষা দিতে এসে একটু ভয় তো অবশ্যই লাগছে। আজ এই পরীক্ষা দিতে আসার সময় স্কুলের মেন গেটের সামনে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা ও পেন সহ উপহার পেয়ে খুশি হলাম।

Most Popular

error: Content is protected !!