Thursday, May 16, 2024
spot_img
Homeকলকাতানিরাপত্তা ইস্যুতে আজ থেকে রাজ্যে সাময়িকভাবে বন্ধ মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড

নিরাপত্তা ইস্যুতে আজ থেকে রাজ্যে সাময়িকভাবে বন্ধ মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড

স্টাফ রিপোর্টার : আইনশৃঙ্খলা সংক্রান্ত কারণে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ রাখার কথা জানাল প্রশাসন৷ রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ যেখানে বলা হয়েছে, রাজ্যের গোয়েন্দা বিভাগের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে ইন্টারনেট টারমিশন এবং ইন্টারনেট ভয়েস ওভার টেলিফোনিংয়ের মাধ্যমে বেআইনি কার্যকলাপ করার পরিকল্পনা রয়েছে কিছু অসামাজিক সংগঠনের৷

নিরাপত্তা ইস্যুতে আজ থেকে রাজ্যে সাময়িকভাবে বন্ধ মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড

সেই বেআইনি কার্যকলাপ রুখতে আগামী কয়েকদিনে সকাল 11টা থেকে বিকেল 3টে 15 মিনিট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হবে৷নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পনেরো পর্যন্ত বন্ধ রাখা হবে৷ মূলত 7-9 মার্চ, 11 ও 12 মার্চ এবং 14-16 মার্চ পর্যন্ত অর্থাৎ, 8 দিন ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে৷

Most Popular