Wednesday, May 15, 2024
spot_img
Homeকলকাতাএবার থেকে বাস ও মিনিবাসে লাগাতে হবে ভাড়ার তালিকা

এবার থেকে বাস ও মিনিবাসে লাগাতে হবে ভাড়ার তালিকা

স্টাফ রিপোর্টার: এবার থেকে বাস ও মিনিবাসে লাগাতে হবে ভাড়ার তালিকা। ফলে, নেওয়া যাবে না বাড়তি ভাড়া। উল্লেখ্য, নির্দিষ্ট ভাড়ার তালিকা মেনে বাস, মিনিবাসের ভাড়া নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে কয়েকদিন আগেই রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়ে পাঠিয়েছিল আদালত।

এবার থেকে বাস ও মিনিবাসে লাগাতে হবে ভাড়ার তালিকা

আদালতের এই পদক্ষেপের পর কড়া নির্দেশ দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। বেসরকারি বাস পরিবহন সংগঠনগুলিকে মন্ত্রী নির্দেশ দিয়েছেন, অবিলম্বে বাস ও মিনিবাসগুলিতে ভাড়ার তালিকা লাগাতে হবে। সরকার নির্ধারিত সর্বশেষ যে ভাড়া ছিল সেই ভাড়ার তালিকা বাসে লাগিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

এবার থেকে বাস ও মিনিবাসে লাগাতে হবে ভাড়ার তালিকা

পরিবহনমন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে। একই সঙ্গে বিভিন্ন বাস স্টপ কিংবা বাস স্ট্যান্ডে অভিযোগ জানানোর জন্য বিশেষ ‘কমপ্লেন বক্স’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পরিবহণ দফতরের আধিকারিকদের।

Most Popular