Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যকোভিড আয়ত্তে থাকলে খুলবে ছোটদের স্কুল : মুখ্যমন্ত্রী

কোভিড আয়ত্তে থাকলে খুলবে ছোটদের স্কুল : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : প্রাথমিক পড়ুয়াদের জন্যও স্কুল খুলতে চাইছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই ভাবনাচিন্তার কথা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‌স্কুলগুলি চালু হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পাড়ায় পাড়ায় শিক্ষালয় তৈরি করে ক্লাস হচ্ছে।

কোভিড আয়ত্তে থাকলে খুলবে ছোটদের স্কুল : মুখ্যমন্ত্রী

এবার ছোটদেরটা আর কয়েকটা দিন অপেক্ষা করে দেখা হবে। যদি কোভিডটা একেবারেই সমস্যার কারণ না হয় তাহলে খোলা হবে। কারণ আবার কী একটা আসবে বলছে। সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। সেটা যদি না হয় তা হলে অন্তত ছোট ক্লাস যেগুলো ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস করানো যায় কি না স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে হবে। ভাগাভাগি করে স্কুল করলে সোমবার যারা আসবে, মঙ্গলবার তারা আসবে না। আবার মঙ্গলবার যারা আসবে বুধবার তারা আসবে না। এভাবে হলে প্রাথমিকের ক্লাসগুলো অন্তত চলতে পারে।’‌

Most Popular