Monday, May 20, 2024
spot_img
Homeবিদেশইউক্রেনকে রক্ষা করতে ৩ হাজার অতিরিক্ত সেনা পাঠাচ্ছে আমেরিকা

ইউক্রেনকে রক্ষা করতে ৩ হাজার অতিরিক্ত সেনা পাঠাচ্ছে আমেরিকা

সংবাদ সংস্থা: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা টানাপোড়েনের মাঝে বড় পদক্ষেপ আমেরিকার।পূর্ব ইউরোপে অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠানোর কথা ঘোষণা করল পেন্টাগন। পেন্টাগন সূত্রে খবর, দু’চার দিনের মধ্যেই ইউক্রেনের পড়শি দেশ পোল্যান্ডে ১ হাজার ৭০০ সেনা পাঠানো হবে। আমেরিকা থেকে ৩০০ জওয়ানের একটি সেনাদল যাবে জার্মানিতে।

ইউক্রেনকে রক্ষা করতে ৩ হাজার অতিরিক্ত সেনা পাঠাচ্ছে আমেরিকা

আবার জার্মানিতে মোতায়েন থাকা ১ হাজার মার্কিন সেনাকে রোমানিয়ায় নিয়ে যাওয়া হবে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি জানিয়েছেন, পোল্যান্ড, জার্মানি ও রোমানিয়ায় সঙ্গে থাকা দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মেনেই কিছু সময়ের জন্য অতিরিক্ত ফৌজ পাঠানো হচ্ছে। তবে এই বাহিনীর রাশ থাকবে আমেরিকার হতেই।

Most Popular

error: Content is protected !!