Monday, May 20, 2024
spot_img
Homeকলকাতাআগামীকাল রাজ্যজুড়ে বৃষ্টি, কমবে কাল

আগামীকাল রাজ্যজুড়ে বৃষ্টি, কমবে কাল

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার রাজ্যজুড়ে কার্যত মেঘলা আকাশ থাকলেও আজ বাড়বে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামীকাল বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা এবং মেদিনীপুরে।ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

আগামীকাল রাজ্যজুড়ে বৃষ্টি, কমবে কাল

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামীকাল।শনিবারও সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ এবং ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে। বেলা বাড়লে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। রাতের তাপমাত্রা আরও বাড়বে।উত্তরবঙ্গেও আগামীকাল ও কাল বৃষ্টি বেশি হওয়ার পূর্বাভাস।

আগামীকাল রাজ্যজুড়ে বৃষ্টি, কমবে কাল

উত্তরবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি কোথাও কোথাও শিলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কালও চলবে বৃষ্টি। পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দুদিন পরে ফের তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত নামবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷।

Most Popular

error: Content is protected !!