Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যনোট বাতিলের পর সন্ত্রাসবাদে রাশ টানতে সফল হয়েছে সরকার : নিত্যানন্দ রাই

নোট বাতিলের পর সন্ত্রাসবাদে রাশ টানতে সফল হয়েছে সরকার : নিত্যানন্দ রাই

সংবাদ সংস্থা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায় রাতারাতি বাতিল হয়ে গিয়েছিল ৫০০ ও ১০০০ টাকার সব নোট। কালো টাকা আর সন্ত্রাসবাদের ওপর রাশ টানতেই এই পদক্ষেপ করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালের সেই ঘোষণার পর প্রায় ৬ বছর কেটে গিয়েছে।

নোট বাতিলের পর সন্ত্রাসবাদে রাশ টানতে সফল হয়েছে সরকার : নিত্যানন্দ রাই

কিন্তু নোটবন্দির সাফল্য কতটা পেল সরকার? নোটবন্দির পরও কী ভাবে এত নকল নোট তৈরি হচ্ছে? বুধবার সেই প্রশ্নই উঠে আসে সংসদে। তবে কেন্দ্রের তরফ থেকে সাফ জানানো হয়েছে, নকল নোট তৈরির প্রক্রিয়া বন্ধ না করা গেলেও নকল নোটের আর কালো টাকা প্রভাবে সন্ত্রাসবাদের যে বাড়বাড়ন্ত চলছিল, তাতে রাশ টানা সম্ভব হয়েছে। বুধবার সাংসদদের প্রশ্নের উত্তরে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

Most Popular