Friday, April 26, 2024
spot_img
Homeদেশডিজিটাল হচ্ছে শিক্ষা, আসছে ২০০ টিভি চ্যানেল, গড়ে তোলা হবে ২ লক্ষ...

ডিজিটাল হচ্ছে শিক্ষা, আসছে ২০০ টিভি চ্যানেল, গড়ে তোলা হবে ২ লক্ষ অঙ্গনওয়ারি কেন্দ্র : নির্মলা

সংবাদ সংস্থা : কেন্দ্রীয় বাজেটে শিক্ষা নিয়ে নয়া এক দিশা দেখাল মোদি সরকার। মহামারী পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থাকে ডিজিটাল করার পক্ষেও জোর দেওয়া হল কেন্দ্রীয় বাজেটে।মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করে নির্মলা সীতারমণ জানান, “করোনা পরিস্থিতিতে পড়াশোনায় বিপুল ক্ষতি হয়েছে।” সেই ধাক্কা সামলাতে প্রধানমন্ত্রী ই-বিদ্যা প্রকল্পে আসছে নতুন টিভি চ্যানেল।

ডিজিটাল হচ্ছে শিক্ষা, আসছে ২০০ টিভি চ্যানেল, গড়ে তোলা হবে ২ লক্ষ অঙ্গনওয়ারি কেন্দ্র : নির্মলা

প্রথম থেকে দ্বাদশ শ্রেণির জন্য তৈরি হবে আলাদা-আলাদা টেলিভিশন চ্যানেল। পড়ুয়াদের জন্য স্থানীয় ভাষায় শিক্ষামূলক তথ্য দেওয়া হবে। এই ধরনের ২০০টি টেলিভিশন চ্যানেল আসছে বলে ঘোষণা করেছেন সীতারমণ।শুধু চ্যানেল নয়, এবার ডিজিটাল বিশ্ববিদ্যালয়েরও ঘোষণা করেছেন নির্মলা। মহামারী পরিস্থিতিতে অনলাইন পড়াশোনায় অভ্যস্ত হয়ে পড়ছে ছোট ছোট পড়ুয়ারা। পরবর্তী সময়ে এই ধরনের পড়াশোনার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ছেন পড়ুয়ারা।

ডিজিটাল হচ্ছে শিক্ষা, আসছে ২০০ টিভি চ্যানেল, গড়ে তোলা হবে ২ লক্ষ অঙ্গনওয়ারি কেন্দ্র : নির্মলা

তাদের জন্য ডিজিটাল বিশ্ববিদ্যালয় আনার পরিকল্পনা করেছে কেন্দ্র। এমনকী, শিক্ষক-শিক্ষার্থীদেরও ডিজিটাল মাধ্যমে পড়ানোর বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।নির্মলা আরও জানান, শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য দেশের বিভিন্ন প্রান্তে দু’ লক্ষ অঙ্গনওয়ারি কেন্দ্র গড়ে তোলা হবে। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে টেলি মেন্টাল মেডিসিন সেন্টার গড়বে কেন্দ্র।

Most Popular