Friday, May 17, 2024
spot_img
Homeরাজ্য‘ট্রাফিক পুলিশের মতো সিবিআইকেও কেউ মানে না’, ফিরহাদের মন্তব্যে কটাক্ষ বিজেপির

‘ট্রাফিক পুলিশের মতো সিবিআইকেও কেউ মানে না’, ফিরহাদের মন্তব্যে কটাক্ষ বিজেপির

সন্দেশখালিতে জোর করে জমি দখল, মহিলাদের উপর অত্যাচার ও জুলুমবাজির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সিবিআইকেই কটাক্ষ করলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার সিবিআই তদন্ত নিয়ে তিনি বলেন, ‘এখন আর সিবিআইয়ের কোনও অস্তিত্ব নেই।

‘ট্রাফিক পুলিশের মতো সিবিআইকেও কেউ মানে না’, ফিরহাদের মন্তব্যে কটাক্ষ বিজেপির

তার কারণ ওই জুজুর ভয় এক বার হয়, দু’বার হয়, তিন বার হয়।’ এরপর বিজেপিকে নিশানা করে ফিরহাদ বলেন, ‘এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, তাতে ট্র্যাফিক পুলিশকে যেমন মানুষ আর মানে না, সিবিআইকেও মানে না।’ মন্ত্রীর এই মন্তব্যকে ‘সেমসাইড’ বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটে প্রার্থী সুকান্ত মজুমদার।

‘ট্রাফিক পুলিশের মতো সিবিআইকেও কেউ মানে না’, ফিরহাদের মন্তব্যে কটাক্ষ বিজেপির

তিনি বলেন, ‘ওঁর বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে। রাজ্যের মন্ত্রী হয়ে বলছেন পুলিশ, ট্র্যাফিক পুলিশকে কেউ মানে না! বিপদের সময় মানুষ সেমসাইড গোল করে ফেলে।’ এই প্রসঙ্গে পুলিশের নিরপেক্ষতা নিয়ে ফের নিশানা করেন সুকান্ত।

‘ট্রাফিক পুলিশের মতো সিবিআইকেও কেউ মানে না’, ফিরহাদের মন্তব্যে কটাক্ষ বিজেপির

তিনি বলেন, ‘যে সমস্ত পুলিশ আধিকারিক নিরপেক্ষ ভাবে কাজ করেন, তাঁদের মানুষ মানে। আর কেউ কেউ আছেন, যাঁরা তৃণমূলের দালালি করেন।’

Most Popular

error: Content is protected !!