Sunday, May 19, 2024
spot_img
HomeUncategorizedবোর্ড গঠন পর্যন্ত জয়ী প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বোর্ড গঠন পর্যন্ত জয়ী প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে শুরু করে ফল প্রকাশ পর্যন্ত রাজ্যের একাধিক জায়গায় সন্ত্রাসের ছবি দেখা গিয়েছে। এবার বোর্ড গঠনের সময় এগিয়ে আসতেই ফের নিরাপত্তার অভাব বোধ করছেন জয়ী প্রার্থীরা। বোর্ড গঠনের সময় যাতে তাঁরা না থাকতে পারেন, সেই পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে।

বোর্ড গঠন পর্যন্ত জয়ী প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

সেই সব মামলার ভিত্তিতে একাধিক জায়গায় বিজয়ী প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।মথুরাপুর, মুর্শিদাবাদ ও রায়দীঘীর বিরোধী দলের বিজয়ী প্রার্থীদের পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ১০ অগস্ট বোর্ড গঠন হবে মথুরাপুর পঞ্চায়েতে।

বোর্ড গঠন পর্যন্ত জয়ী প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

তার আগে মঙ্গলবার ৯ বিজয়ী প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।মুর্শিদাবাদের তেনকরাইপুর বালুমতি গ্রাম পঞ্চায়েতের ১৫ জন প্রার্থী ও ওই জেলার হেরামপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএমের ১২ জন জয়ী প্রার্থীকেও নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বোর্ড গঠন পর্যন্ত জয়ী প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

সিপিএমের জয়ী প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি অপহরণের অভিযোগের তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। ওই পঞ্চায়েতে বোর্ড গঠন হবে ১১ অগস্ট। দক্ষিণ ২৪ পরগনার রায়দীঘীর কাশিনগর গ্রাম পঞ্চায়েতের ৭ জন জয়ী বিরোধী প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Most Popular

error: Content is protected !!