Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যবিশ্বভারতীর মাঠে পৌষমেলার অনুমতি দিল না হাইকোর্ট

বিশ্বভারতীর মাঠে পৌষমেলার অনুমতি দিল না হাইকোর্ট

স্টাফ রিপোর্টার: বিশ্বভারতীর মাঠে পৌষমেলার অনুমতি দিল না হাইকোর্ট। বিশ্বভারতীর অন্যতম বড় উৎসব দুটি। পৌষমেলা আর বসন্ত উৎসব। করোনা কারণে দু’বছর মেলা বন্ধ ছিল।

বিশ্বভারতীর মাঠে পৌষমেলার অনুমতি দিল না হাইকোর্ট

এবছর পৌষমেলা আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এমনকী, রাজ্য সরকারের সহযোগিতা চেয়ে চিঠি লিখেছিলেন মুখ্যসচিবকে।

বিশ্বভারতীর মাঠে পৌষমেলার অনুমতি দিল না হাইকোর্ট

কিন্তু শেষপর্যন্ত মেলার জন্য মাঠ না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ।পৌষমেলায় পরিবেশ দূষণের অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন গুরুমুখ জেঠওয়ানি নামে এক ব্যক্তি। শান্তিনিকেতনেরই বাসিন্দা তিনি।

বিশ্বভারতীর মাঠে পৌষমেলার অনুমতি দিল না হাইকোর্ট

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত। বিশ্বভারতীই পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নেবে’। মেলার জন্য বিকল্প ব্যবস্থার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

Most Popular

error: Content is protected !!