Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্যদিল্লিতে মিটল পুরভোট

দিল্লিতে মিটল পুরভোট

সংবাদ সংস্থা : রবিবার দিল্লিতে সম্পন্ন হল পুরভোট।এদিন সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া, প্রক্রিয়া চলে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত। এই নির্বাচনের ভোটার সংখ্যা ছিল ১কোটি ৪৫ লক্ষ। ২৫০ আসনের পুরভোট নির্বাচনে একে অপরের বিপরীতে লড়াই করেছেন ১৩৪৯ জন প্রার্থী। বিকেল পর্যন্ত ভোট পড়েছিল ৪৫ শতাংশ। একে অপরের সঙ্গে কড়া টক্কর দিয়েছে বিজেপি, কংগ্রেস এবং আপ। ওয়াকিবহাল মহলের মতে রাজধানীর এই লড়াই বিজেপি বনাম কেজরির আপের। ভোট দিয়েছেন সাধারণ জনগন। ফলাফল প্রকাশিত হবে ৭ ডিসেম্বর।ভোট দিতে এসে অনেকেই তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। কেউ কেউ আবার প্রশংসা করেছেন কোনও বিশেষ রাজনৈতিক দলের। অনেকের মতে করোনা কালে সাধারণ মানুষের জন্য কাজ করেছে গেরুয়া শিবির। অনেকেই আবার ভরসা রাখছেন কেজরির ওপর। রাজধানী সামগ্রিক ভাবে কোন দলকে চাইছে, তা বোঝা যাবে ৭ তারিখ।

Most Popular