Thursday, May 16, 2024
spot_img
Homeরাজ্যলিখতে পারেননি রোল নম্বর, শুধু সই করেই চাকরি!

লিখতে পারেননি রোল নম্বর, শুধু সই করেই চাকরি!

স্টাফ রিপোর্টার: আদালতের নির্দেশে মঙ্গলবার বিকেলে নবম – দশমের আরও ৪০ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তার সঙ্গে প্রকাশ করেছে তাদের ওএমআর শিট। মঙ্গলবার প্রকাশিত জালি শিক্ষকদের তালিকায় ৩১ নম্বরে রয়েছে প্রাপ্তি চৌধুরী নামে এক সেই মহিলার নাম।

লিখতে পারেননি রোল নম্বর, শুধু সই করেই চাকরি!

সঙ্গে প্রকাশিত হয়েছে তার ওএমআর শিটও।সূত্রের খবর, তাতে দেখা যাচ্ছে ওএমআর শিটের পদ্ধতি মেনে নিজের রোল নম্বর, সাবজেক্ট কোড, বুকলেট নম্বর, ভেনু কোড কিছুই লিখতে পারেননি তিনি। তবে নিজের নামটা সই করেছেন। তবে গোটাকয়েক প্রশ্নের উত্তর দিয়েছেন।

লিখতে পারেননি রোল নম্বর, শুধু সই করেই চাকরি!

তার ভিত্তিতেই চাকরি পেয়ে গিয়েছেন তিনি।সূত্রের খবর, প্রাতি চৌধুরী নামে এই ভুয়ো শিক্ষিকা রায়গঞ্জের বাসিন্দা। তিনি শহরেরই দেবীনগর গয়ালাল রামহারি গার্লস হাই স্কুলের বাংলার দিদিমণি। বিরোধীদের দাবি, এতেই স্পষ্ট, কী মাত্রায় দুর্নীতি হয়েছে। এই ওএমআর শিট তো স্ক্যানিংয়ের সময়ই বাতিল হয়ে যাওয়ার কথা।

লিখতে পারেননি রোল নম্বর, শুধু সই করেই চাকরি!

অথচ তা শুধু বৈধ বলে গ্রাহ্যই হয়নি। প্রার্থী চাকরিও পেয়েছেন। যিনি ওএমআর শিটে নিজের রোল নম্বর ঠিক করে লিখতে পারেননি তিনি এতদিন ছাত্রছাত্রীদের কী পড়িয়েছেন তা নিয়েও উঠছে প্রশ্ন।

Most Popular

error: Content is protected !!