Thursday, May 2, 2024
spot_img
Homeদেশকংগ্রেস সভাপতি হয়েই ওয়ার্কিং কমিটি ভাঙলেন খাড়গে, গঠন করলেন ৪৭ জনের স্টিয়ারিং...

কংগ্রেস সভাপতি হয়েই ওয়ার্কিং কমিটি ভাঙলেন খাড়গে, গঠন করলেন ৪৭ জনের স্টিয়ারিং কমিটি

সংবাদ সংস্থা: কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েই দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি ভেঙে দিলেন মল্লিকার্জুন খাড়গে। বুধবার দলের তরফে প্রেস বিবৃতি দিয়ে একথা জানান দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। ওই প্রেস বিবৃতিতে বলা হয়েছে, দলের সংবিধান মেনেই ওয়ার্কিং কমিটি ভেঙে দিয়েছেন কংগ্রেস সভাপতি।

কংগ্রেস সভাপতি হয়েই ওয়ার্কিং কমিটি ভাঙলেন খাড়গে, গঠন করলেন ৪৭ জনের স্টিয়ারিং কমিটি

ওয়ার্কিং কমিটির জায়গায় এখন সমন্বয়ের কাজ করবে ৪৭ সদস্যের স্টিয়ারিং কমিটি। কমিটির মাথায় থাকছেন কংগ্রেস সভাপতি। স্টিয়ারিং কমিটিতে রয়েছেন সোনিয়া এবং রাহুল গান্ধী। এছাড়াও কমিটিতে জায়গা পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

কংগ্রেস সভাপতি হয়েই ওয়ার্কিং কমিটি ভাঙলেন খাড়গে, গঠন করলেন ৪৭ জনের স্টিয়ারিং কমিটি

এছাড়াও রয়েছেন এ কে অ্যান্টনি, অভিষেক মনু সিংভি, অজয় মাকেন, রণদীপ সুরজেওয়ালা, দিগ্বিজয় সিং ও কে সি বেণুগোপাল। বাংলা থেকে কমিটিতে জায়গা পেয়েছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী।

Most Popular