Monday, May 20, 2024
spot_img
Homeজেলাসাগরমেলায় রেকর্ড ভিড়ের আশা, বাড়ানো হবে পরিকাঠামো

সাগরমেলায় রেকর্ড ভিড়ের আশা, বাড়ানো হবে পরিকাঠামো

বিশ্ব সমাচার, সাগর: আগামী সাগরমেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে অনুমান জেলা প্রশাসনের। সেজন্য অন্যান্যবারের তুলনায় পরিকাঠামো বাড়ানো হবে। বিগত বছরের ত্রুটিগুলিও সংশোধন করে নেওয়া হবে। বুধবার বেলা ১২টা নাগাদ সাগরমেলায় আসেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা।

সাগরমেলায় রেকর্ড ভিড়ের আশা, বাড়ানো হবে পরিকাঠামো

তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক, সাগর-‌বকখালি উন্নয়ন পর্ষদের আধিকারিক, বিডিও, সেচ দপ্তর ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা। এদিন জেলাশাসক সাগরতটের ভাঙন কবলিত এলাকা মেলামাঠের দু’ নম্বর থেকে চার নম্বর রাস্তা ঘুরে দেখেন। ঘুরে দেখেন সাগরমেলার মাঠে তৈরি একটি হেলিপ্যাড নির্মাণের কাজ।

সাগরমেলায় রেকর্ড ভিড়ের আশা, বাড়ানো হবে পরিকাঠামো

গত দু’‌বছর করোনা অতিমারির জন্য সাগরমেলায় পুণ্যার্থী সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এবার করোনা পরিস্থিতি আয়ত্তে থাকায় রেকর্ড ভিড় হবে বলে প্রশাসনের অনুমান। এবার মহালয়ার দিনও লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হয়েছিল।

Most Popular

error: Content is protected !!