Wednesday, May 1, 2024
spot_img
Homeজেলাশিক্ষক-শিক্ষিকাদের বদলি রুখতে রেল অবরোধ গৌড়দহে, ভোগান্তি নিত্যযাত্রীদের

শিক্ষক-শিক্ষিকাদের বদলি রুখতে রেল অবরোধ গৌড়দহে, ভোগান্তি নিত্যযাত্রীদের

বান্টি মুখার্জি, ক্যানিং: ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও অবরোধের জেরে বন্ধ হল ট্রেন পরিষেবা। ঘণ্টাদুয়েক তা বন্ধ ছিল। যদিও রেল পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের গৌড়দহ স্টেশনে। এই স্টেশনে অবরোধ করে ছাত্র-ছাত্রীরা। তারা সকলেই গৌড়দহ নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দির স্কুলের পড়ুয়া।

শিক্ষক-শিক্ষিকাদের বদলি রুখতে রেল অবরোধ গৌড়দহে, ভোগান্তি নিত্যযাত্রীদের

তাদের অভিযোগ, নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দির স্কুলের সঞ্চিতা সাহা, প্রবীর মণ্ডল, প্রবীর সরদার সহ মোট পাঁচজন শিক্ষক-শিক্ষিকাকে অন্যত্র বদলি করা হয়েছে। সেই কারণে সমস্যা দেখা দিয়েছে ক্লাসের। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরই বেশি সমস্যা পোহাতে হচ্ছে। অসুবিধা হচ্ছে তাদের সিলেবাস শেষ করতে।

শিক্ষক-শিক্ষিকাদের বদলি রুখতে রেল অবরোধ গৌড়দহে, ভোগান্তি নিত্যযাত্রীদের

এই বদলি রুখতে অবশেষে হাতে প্লাকার্ড নিয়ে রেললাইনে বিক্ষোভ দেখায় কয়েকশো ছাত্রছাত্রী। রেললাইনের উপর রেলের লোহা ও কাঠ তুলে অবরোধ করা হয়। পরে অবশ্য রেলপুলিশ এসে অবরোধ তুলে দেয়। প্রায় দু’ঘণ্টা বাদে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষক-শিক্ষিকাদের বদলি রুখতে রেল অবরোধ গৌড়দহে, ভোগান্তি নিত্যযাত্রীদের

এই অবরোধের দরুন যথেষ্ট সমস্যায় পড়েন অফিসের নিত্যযাত্রীরা। দেরি হয় অফিসে পৌঁছতে। এ বিষয়ে স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী নিরপেক্ষ খাতুন বলেন, আমাদের স্কুল থেকে পাঁচজন শিক্ষক-শিক্ষাকাকে একসঙ্গে বদলি করে দেওয়া হয়েছে পাশের স্কুলে।

শিক্ষক-শিক্ষিকাদের বদলি রুখতে রেল অবরোধ গৌড়দহে, ভোগান্তি নিত্যযাত্রীদের

এর ফলে সমস্যা দেখা দিয়েছে আমাদের পড়াশোনায়। শিক্ষক-শিক্ষিকাদের আমাদের স্কুলে রাখতে হবে, এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়।স্কুলের প্রধান শিক্ষক বিকাশ গায়েনকে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Most Popular