Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যহাইকোর্টের নির্দেশে অবশেষে ইন্টারভিউ দিলেন চাকরিপ্রার্থীরা

হাইকোর্টের নির্দেশে অবশেষে ইন্টারভিউ দিলেন চাকরিপ্রার্থীরা

স্টাফ রিপোর্টার: ২০১৪ সালে টেট প্রশ্নপত্রে ছ’টি প্রশ্ন ভুল ছিল। হিসেব মতো ওই ভুল প্রশ্নগুলির জন্য সকলেরই ৬ নম্বর পাওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। অগত্যা শুরু হয় হক বুঝে নেওয়ার আইনি লড়াই। ২০১৮ সালে করা হয় মামলা। শেষে ২০২২ সালে মিলল বিচার। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন চাকরি দিতে হবে।

হাইকোর্টের নির্দেশে অবশেষে ইন্টারভিউ দিলেন চাকরিপ্রার্থীরা

তিন দফায় মোট ১৮৭ জনের প্রাথমিকে চাকরির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মতো ইন্টারভিউয়ের ডাক পেয়েছিলেন দীর্ঘ দিন ধরে অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীরা। সোমবার দুই দফায় ইন্টারভিউ হয় তাঁদের। এত লড়াই, সংগ্রামের পর ইন্টারভিউ দিতে পেরে খুশি সকলেই।

হাইকোর্টের নির্দেশে অবশেষে ইন্টারভিউ দিলেন চাকরিপ্রার্থীরা

বিচারপতি গঙ্গোপাধ্যায়, যাঁর নির্দেশে মুখে হাসি ফুটেছে চাকরিপ্রার্থীদের, তাঁকে ধন্যবাদ জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের ইচ্ছা, যাতে দ্রুত নিয়োগ হয়ে যায়।

Most Popular

error: Content is protected !!