Thursday, May 2, 2024
spot_img
Homeজেলাডুবে গেল ৩টি ট্রলার, নিখোঁজ ৫ মৎস্যজীবী, গাছ পড়ে মৃত ১, বাড়ছে...

ডুবে গেল ৩টি ট্রলার, নিখোঁজ ৫ মৎস্যজীবী, গাছ পড়ে মৃত ১, বাড়ছে আতঙ্ক

বিশ্ব সমাচার, সুন্দরবন : প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার বঙ্গোপসাগরে ডুবে গেল ৩টি ট্রলার। তবে ৩টি ট্রলারের ৩৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও, ৫ জন মৎস্যজীবী এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে নতুন করে আবার আতঙ্কে ভুগছেন সুন্দরবনের উপকূলের বাসিন্দারা। দুর্যোগ মোকাবিলায় প্রায় ৬০০ সিভিল ডিফেন্স কর্মীদের মোতায়েন করা হয়েছে।স্থানীয় সূত্র জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার বার্তা পেতেই ট্রলারগুলি কাকদ্বীপ ও নামখানা বন্দরের দিকে ফিরছিল। এদিন সকালে কেঁদো দ্বীপের কাছে চরে ধাক্কা লেগে উল্টে যায় এফ বি সত্যনারায়ণ নামের একটি ট্রলার। এছাড়াও এফবি বিশালক্ষী এবং এফবি সুদাময়ী নামের দুটি ট্রলার ডুবে যায়। অন্যদিকে সাগর, নামখানা, গোসাবা, ডায়মন্ডহারবার সহ সুন্দরবনের বিভিন্ন ব্লকের ফেরি পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে প্রশাসন জানিয়েছে। এছাড়াও বকখালিতে পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ক্যানিং ২ ব্লকের মঠেরদিঘির মণ্ডলপাড়া এবং হলাচুটিয়াপাড়া গ্রামে ১০ মিনিটের টর্নেডোতে প্রায় ২০ থেকে ২৫ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও গাছ পড়ে বাড়ির চাল ভেঙে যায়, কোথাও আবার বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এলাকায় গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতের ঝড় বৃষ্টিতে ডায়মন্ডহারবার মহকুমার একাধিক জায়গায় প্রায় ৩০ টি গাছ উপড়ে পড়েছে। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সিভিল ডিফেন্সের কর্মীরা সেই সব গাছ সরানোর কাজ করছেন। উপকূলের বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে। ডায়মন্ডহারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের একটি পরিবারকে এদিন সকালে ত্রাণ শিবিরে পাঠানো হয়।

Most Popular