Wednesday, May 1, 2024
spot_img
Homeদেশ'কোনও শব্দ নিষিদ্ধ করা হয়নি': স্পিকার

‘কোনও শব্দ নিষিদ্ধ করা হয়নি’: স্পিকার

সংবাদ সংস্থা : সংসদের বেশকিছু শব্দ ‘সেন্সর’ জারি করেছে সরকার। বৃহস্পতিবার দিনভর এই অভিযোগ করে এসেছে বিরোধীরা। যা নিয়ে তুঙ্গে তরজা। এই পরিস্থিতিতে মুখ খুললেন ওম বিড়লা।তাঁর কথায়, ”১৯৫৯ সালে থেকেই এটা হয়ে আসছে। কোনও শব্দই নিষিদ্ধ করা হয়নি।

'কোনও শব্দ নিষিদ্ধ করা হয়নি': স্পিকার

সদস্যরা স্বাধীন ভাবে তাঁদের মতামত জানাতে পারবেন। এই অধিকার তাঁদের থেকে কেউ কেড়ে নিতে পারে না। সংসদের ঐতিহ্যই তাই।” তাঁর বক্তব্য, ”আগেও এমন বই প্রকাশিত হত, যেখানে অংসদীয় শব্দের তালিকা থাকত। কিন্তু এবার কাগজ বাঁচাতে আমরা সেটা ইন্টারনেটে প্রকাশ করেছিলাম।

'কোনও শব্দ নিষিদ্ধ করা হয়নি': স্পিকার

কোনও শব্দই নিষিদ্ধ হয়নি। আমরা কেবল সেই শব্দগুলিকে একত্র করেছি যেগুলি মুছে ফেলা হয়েছে।” বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা পাল্টা অভিযোগ সরকারপক্ষের।

Most Popular