Thursday, May 2, 2024
spot_img
HomeUncategorized৩০ বছর পরে অজিদের বিরুদ্ধে সিরিজ জয়ে উচ্ছ্বসিত মালিঙ্গা

৩০ বছর পরে অজিদের বিরুদ্ধে সিরিজ জয়ে উচ্ছ্বসিত মালিঙ্গা

সংবাদ সংস্থা : দেশে চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতায় শ্রীলঙ্কানদের নাজেহাল অবস্থা। তবে এর মধ্যেই দেশবাসীর মুখে হাসি ফোটালেন লঙ্কান দলের তরুণ তুর্কীরা। ৩০ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতল দ্বীপরাষ্ট্র। জাতীয় দলের এই দারুণ কীর্তিতে উচ্ছ্বসিত কিংবদন্তি শ্রীলঙ্কান ক্রিকেটার তথা বর্তমানে দলের বোলিং পরামর্শদাতা লসিথ মালিঙ্গা।হালে শ্রীলঙ্কার ক্রিকেট দলের পারফরম্যান্স একেবারেই ভাল হয়নি। নিজেদের ঘরের মাঠে খেললেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শুরুতে খাতায় কলমে অনেকটাই পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। প্রথম ওয়ান ডেতে পরাজিতও হতে হয় তাদের। তবে মঙ্গলবার চার রানে রুদ্ধশ্বাস ভঙ্গিমায় চতুর্থ ওয়ান ডে ম্যাচ জিতেই সিরিজে কব্জা করেছেন লঙ্কানরা। এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত মালিঙ্গা নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আত্মবিশ্বাসটা ফিরে এসেছে। ৩০ বছর পর অজিদের বিরুদ্ধে সিরিজ জয়টা নিঃসন্দেহে এই তরুণ গ্রুপের আত্মবিশ্বাস বাড়াবে। আসালঙ্কা অসাধারণ এক ইনিংস খেলেছে এবং ডিডিএস (ধনঞ্জয় ডি সিলভা) অলরাউন্ড পারফর্ম করেছে। সব মিলিয়ে দল দারুণ খেলছে এবং এই দলের সঙ্গে প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করছি।’

Most Popular