Wednesday, May 1, 2024
spot_img
Homeরাজ্যরেলের জমিতে স্কুল, ভেঙে গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ

রেলের জমিতে স্কুল, ভেঙে গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার : রাতের অন্ধকারে ৪০ বছরের পুরনো স্কুল ভেঙে দিল রেল কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে।জানা গিয়েছে, প্রায় ৪০ বছর আগে আসানসোলে রেলের জমিতে তৈরি হয়েছিল বিবেকানন্দ স্কুল। বেসরকারি ওই স্কুলে পড়ুয়াদের সংখ্যাও নেহাত কম নয়। রেলের জমিতে স্কুলটি তৈরি করা নিয়ে টানাপোড়েন শুরু হয়।

রেলের জমিতে স্কুল, ভেঙে গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ

আদালতের দ্বারস্থ হয় রেল। এরপরই সুপ্রিম কোর্টের তরফে ওই জমি রেলকে পুনরুদ্ধারের নির্দেশ দেয়। এরপরই স্কুল ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার রাতে বুলডোজার নিয়ে গিয়ে বিবেকানন্দ স্কুলটি গুঁড়িয়ে দেয় রেল কর্তৃপক্ষ। কয়েকঘণ্টার মধ্যে সাফ করে দেওয়া হয় মাঠটি। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় শহরে।

Most Popular