Sunday, May 19, 2024
spot_img
Homeরাজ্যমুকুলের দুই পদ খারিজের দাবিতে হাই কোর্টে বিজেপি

মুকুলের দুই পদ খারিজের দাবিতে হাই কোর্টে বিজেপি

স্টাফ রিপোর্টার : বিজেপি-তে নেই মুকুল রায়। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হোক। খারিজ করা হোক পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদও। কারণ ওই পদ বিরোধীদের প্রাপ্য। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে হাই কোর্টে এমনটাই দাবি করলেন বিজেপি-র আইনজীবী।এর আগে একই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি।

মুকুলের দুই পদ খারিজের দাবিতে হাই কোর্টে বিজেপি

কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দেয় এর মীমাংসা করতে হবে উচ্চ আদালতে। সেই নির্দেশ মেনেই হাই কোর্টে মামলা দায়ের করেছে তারা। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় বৃহস্পতিবার।আদালত আগামী দু’সপ্তাহের মধ্যে বিধানসভার অধ্যক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Most Popular

error: Content is protected !!