Monday, May 20, 2024
spot_img
Homeদেশমধ্যপ্রদেশে ইভিএম বহনকারী বাসে আগুন, ক্ষতিগ্রস্ত কয়েকটি মেশিন

মধ্যপ্রদেশে ইভিএম বহনকারী বাসে আগুন, ক্ষতিগ্রস্ত কয়েকটি মেশিন

অভিষেক প্রধান ঃ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বহনকারী বাসে আগুন লেগে চাঞ্চল্য চড়াল মধ্যপ্রদেশে।ঘটনাটি ঘটেছে, বেতুল জেলার মুলতাই তহসিলের গৌলা গ্রামের কাছে।জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গৌলা গ্রাম থেকে ফেরার পথে মধ্যপ্রদেশের বেতুল জেলায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে কয়েকটি ইভিএম মেশিন নষ্ট হয়ে যায়।

মধ্যপ্রদেশে ইভিএম বহনকারী বাসে আগুন, ক্ষতিগ্রস্ত কয়েকটি মেশিন

এই ঘটনায় বেতুলের এসপি নিসচল ঝরিয়া জানান, পোলিং কর্মীরা ছয়টি ভোটকেন্দ্রের ইভিএম নিয়ে যাচ্ছিল। তার মধ্যে চারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।বাসটিতে মোট ৩৬ জন ভোটকর্মী ছিলেন।

মধ্যপ্রদেশে ইভিএম বহনকারী বাসে আগুন, ক্ষতিগ্রস্ত কয়েকটি মেশিন

এদিকে, বেতুল কালেক্টর ডিএম নরেন্দ্র কুমার সূর্যবংশী বলেছেন, যে রিপোর্টটি ভারতের নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনে একটি প্রতিবেদন পাঠিয়েছি। সেখান থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব, সব ভোটকর্মী নিরাপদে আছেন।

মধ্যপ্রদেশে ইভিএম বহনকারী বাসে আগুন, ক্ষতিগ্রস্ত কয়েকটি মেশিন

তারা তাদের ভোটের সামগ্রী এখানে জমা রেখেছেন।” উল্লেখ, মঙ্গলবার শেষ হয়েছে তৃতীয় দফার নির্বাচন। এদিন মধ্য প্রদেশের নয়টি আসনে ভোট হয়।রাজ্যে মোট ভোটারের উপস্থিতি ছিল ৬৬.০৫ শতাংশ।

Most Popular

error: Content is protected !!