Monday, May 20, 2024
spot_img
Homeদেশঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম পরিবর্তনে সায় আদালতের

ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম পরিবর্তনে সায় আদালতের

মহারাষ্ট্রের দুই শহর ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করা বেআইনি নয়। এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই জানাল বম্বে হাই কোর্ট। এই দুই শহরের নাম পরিবর্তন করা হয়েছিল উদ্ধব ঠাকরের সরকারের আমলে। পরে একনাথ শিন্ডে সরকারও সেই সিদ্ধান্ত বহাল রাখে।

ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম পরিবর্তনে সায় আদালতের

ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে হয় ছত্রপতি শম্ভজিনগর এবং ওসমানাবাদের পরিবর্তিত নাম হয় ধারাশিব। শহরের নাম পরিবর্তনের বিরোধিতা করে একাধিক মামলা হয়েছিল হাই কোর্টে। সেই সব মামলা খারিজ করল আদালত।

ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম পরিবর্তনে সায় আদালতের

আদালতের মন্তব্য, ‘‘আমরা নিঃসঙ্কোচে জানাচ্ছি, শহরের নাম পরিবর্তন করে যে বিজ্ঞপ্তিগুলি মহারাষ্ট্র সরকার প্রকাশ করেছিল, তা বেআইনি নয়। তাতে আইনের কোনও ত্রুটিও নেই।’’

Most Popular

error: Content is protected !!