Monday, May 20, 2024
spot_img
Homeজেলাকোটালের জেরে জলোচ্ছ্বাসে নদীবাঁধে ধস , আতঙ্কে মুড়িগঙ্গার গ্রামবাসীরা

কোটালের জেরে জলোচ্ছ্বাসে নদীবাঁধে ধস , আতঙ্কে মুড়িগঙ্গার গ্রামবাসীরা

বিশ্ব সমাচার, সাগর: অমাবস্যার কোটাল আর পুবালি ঝোড়ো হাওয়া জেরে মঙ্গলবার রাতে সাগরের নদীবাঁধে ধস নামে। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে গঙ্গাসাগর দ্বীপের মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক ফুলডুবি গ্রামে হুগলি নদীর তীরে প্রায় ৯০০ মিটার মাটির নদীবাঁধের মধ্যে ৪০০ মিটার নদীবাঁধে হঠাৎ করে ধস নামে।

কোটালের জেরে জলোচ্ছ্বাসে নদীবাঁধে ধস , আতঙ্কে মুড়িগঙ্গার গ্রামবাসীরা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ এবং মুড়িগঙ্গা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল। স্থানীয় গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে বেহালা অবস্থায় পড়ে রয়েছে এই নদীবাঁধ। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও রকম সুরাহা হয়নি।

কোটালের জেরে জলোচ্ছ্বাসে নদীবাঁধে ধস , আতঙ্কে মুড়িগঙ্গার গ্রামবাসীরা

কালবৈশাখী ঝড় এবং অমাবস্যার কোটালের জেরে নদীবাঁধে ধস নেমেছে। যদি না এই নদীবাঁধ আগামী বর্ষার আগে মেরামতি না করা যায়, তাহলে বর্ষার সময় নদীর জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টির জেরে নদীবাঁধ ভেঙে গিয়ে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও স্থানীয়দের অভিযোগ স্বীকার করে নিয়ে মুড়িগঙ্গা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন,

কোটালের জেরে জলোচ্ছ্বাসে নদীবাঁধে ধস , আতঙ্কে মুড়িগঙ্গার গ্রামবাসীরা

ইতিমধ্যেই বেহাল নদীবাঁধগুলি মেরামত করার জন্য রাজ্যের সেচ দপ্তরের কাছে আমরা আবেদন জানিয়েছি। খুব শীঘ্রই এই নদীবাঁধগুলি মেরামতির কাজ শুরু হবে। নদীবাঁধে ধস নামার খবর পেয়ে হুগলি নদীর তীরে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। ভাঙনের আতঙ্ক যেন এলাকাবাসীদের তাড়া করে বেড়াচ্ছে।

Most Popular

error: Content is protected !!