Sunday, May 19, 2024
spot_img
Homeরাজ্যসোমে হল না এসএসসি শুনানি, মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত

সোমে হল না এসএসসি শুনানি, মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হবে এসএসসি মামলার শুনানি।গত ২২ এপ্রিল ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়।

সোমে হল না এসএসসি শুনানি, মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত

ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতে যান চাকরিহারাদের একাংশও। সোমবার একত্রে এই সংক্রান্ত প্রায় ১০টি মামলা শোনার কথা ছিল সুপ্রিম কোর্টে বিচারপতিদের বেঞ্চে।তাই সোমবারের এই শুনানির দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। তবে শেষ পর্যন্ত সেই শুনানি হল না।

সোমে হল না এসএসসি শুনানি, মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন ঠাণ্ডা মাথায় শোনা হবে এই মামলা।এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশের আশা ছিল, সুপ্রিম কোর্টে এসএসসির যোগ্য এবং অযোগ্যদের তালিকা নিয়ে বিস্তারিত শুনানি হতে পারে। তা হল কি না, জবাব মিলবে মঙ্গলবার।

Most Popular

error: Content is protected !!