Saturday, May 18, 2024
spot_img
Homeরাজ্য'২০০০ টাকায় মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি', সন্দেশখালি তোপ অভিষেকের

‘২০০০ টাকায় মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি’, সন্দেশখালি তোপ অভিষেকের

আগামী ৭ মে তৃতীয় দফার লোকসভা নির্বাচন।তার আগে কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি এবং রাজ্যপালকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী মহুয়া মৈত্রর পক্ষে সওয়াল করে দাবি করেন, তদন্ত ছাড়াই মহুয়ার সাংসদ পদ খারিজ করেছে কেন্দ্রীয় সরকার।

'২০০০ টাকায় মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি', সন্দেশখালি তোপ অভিষেকের

কৃষ্ণনগরের ভোটারেরা যাঁকে নির্বাচিত করেছিলেন, তাঁর পদ খারিজ করা হয়েছে। এ ভাবে আসলে ভোটারদেরই ‘অবমাননা’। মহুয়া সংসদে প্রশ্ন তুলেছেন বলেই তাঁর পদ খারিজ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। সে কারণেই, ১৩ মে মহুয়াকে ভোটদানের আর্জি জানিয়েছেন অভিষেক।

'২০০০ টাকায় মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি', সন্দেশখালি তোপ অভিষেকের

অভিষেক বলেন, ‘বিজেপি এখানে যাঁকে প্রার্থী করেছে, কেউ তাঁকে চেনেন না। নিজের পরিচয় দেন রাজমাতা হিসেবে। প্রধানমন্ত্রী ইডি রাজ, সিবিআই রাজে বিশ্বাসী। তাঁরা জিতলে গরিবের উপর অত্যাচার বাড়বে। আমাদের প্রার্থী জিতলে আমরা দিল্লির বুকে আন্দোলন করে গরিবের অধিকার আনার জন্য সরব হই।

'২০০০ টাকায় মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি', সন্দেশখালি তোপ অভিষেকের

আমাদের মহিলা সাংসদ দোলা সেন, মহুয়ার চুলের মুঠি ধরেছিল, টাকা চাইতে গিয়েছিলেন বলে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া মানে তাঁকে ভোট দেওয়া। আমি বলব, মহুয়া মৈত্রকে ভোট দেওয়া মানে বিজেপিকে হারানো। মনে রাখবেন, যাঁরা ভোট কেটে তৃণমূলকে হারাতে চান, সেই সিপিএম, কংগ্রেসকে একটা ভোট নয়।

'২০০০ টাকায় মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি', সন্দেশখালি তোপ অভিষেকের

কানে শুনে নয়, দেখে ভোট দিন।গত বছরের থেকে দ্বিগুণ ভোটে জয়ী করুন মহুয়াকে। এই ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করব।’ এদিকে সন্দেশখালিতে মহিলাদের টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছিল বলে সোচ্চার হন অভিষেক। ভিডিয়ো–তে যেসব বিষয়গুলি উঠে এসেছে সেগুলি মানুষের সামনে বলেন অভিষেক।

'২০০০ টাকায় মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি', সন্দেশখালি তোপ অভিষেকের

গোটাই যে একটা ষড়যন্ত্র তাও তুলে ধরেন তিনি। অভিষেক বলেন, ‘‌মহিলাদের দু’‌হাজার টাকা দিয়ে বিজেপি নেতারা তাঁদের সম্ভ্রম দিল্লির কাছে বিক্রি করে দিয়ে এসেছে। দু’‌হাজার টাকা নাও আর মিথ্যে ধর্ষণের অভিযোগ করো। আমি বলছি না। গঙ্গাধর কয়াল বলেছেন। সন্দেশখালির ভিডিয়ো দেখেছেন?

'২০০০ টাকায় মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি', সন্দেশখালি তোপ অভিষেকের

মহিলাদের দু’‌হাজার টাকা দিয়ে বিজেপি বলেছে, তাঁদের সম্ভ্রম, ইজ্জত বিক্রি করে দিতে। এদের জবাব দিতে হবে আপনাদের।’‌ তাঁর কথায়, ‘ব‌সিরহাট থেকে বিজেপির প্রার্থী রেখা পাত্রকে ২০০০ টাকা দিয়ে অভিযোগ করানো হয়েছে। যিনি বলছেন, তিনি বিজেপির মণ্ডল সভাপতি। বাংলাকে যাঁরা কলুষিত করেছেন ক’টা ভোটের জন্য ১৩ মে তাঁদের যোগ্য জবাব দিতে হবে।’‌

'২০০০ টাকায় মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি', সন্দেশখালি তোপ অভিষেকের

এদিন রাজ্যপালকেও তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর বক্তব্য, ‘‌রাজ্যপালের পদটিকে কলঙ্কিত করেছেন উনি। রাজ্যপাল রাজ্য ছেড়ে পালিয়েছেন। শ্লীলতাহানি করার পর। অমৃতা রায় ভোট চাইতে এলে প্রশ্ন করুন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার যে হুমকি দিচ্ছেন বিজেপি নেতারা, আপনার অবস্থান কী?

'২০০০ টাকায় মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি', সন্দেশখালি তোপ অভিষেকের

কেন্দ্র থেকে যাঁকে রাজ্যপাল নিয়োগ করে পাঠানো হয়েছে, তিনি রাজ্যপালের পদটিকে কলঙ্কিত করেছেন। মেয়ের বয়সি একটি বোনের শ্লীলতাহানি করেছেন। থানায় তিনি অভিযোগ জানিয়েছেন। পরদিনই বাংলা ছেড়ে পালিয়ে গিয়েছেন।’‌

Most Popular

error: Content is protected !!