Saturday, May 18, 2024
spot_img
Homeরাজ্য‘মায়েদের আত্মসম্মান হারালে ফেরে না’, সন্দেশখালি ইস্যুতে তোপ মমতার

‘মায়েদের আত্মসম্মান হারালে ফেরে না’, সন্দেশখালি ইস্যুতে তোপ মমতার

তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছে, সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। এবার প্রকাশ্যে আসা ভিডিও উপর ভিত্তি করে ফের একই দাবি করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিতকুমার মাল এবং বীরভূমের তারকা প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে রবিবার বোলপুর লোকসভা কেন্দ্রে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘মায়েদের আত্মসম্মান হারালে ফেরে না’, সন্দেশখালি ইস্যুতে তোপ মমতার

সভা থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘‌মিথ্যে নাটক করতে করতে, ফেক ভিডিয়ো বানাতে বানাতে বিজেপির স্পর্ধা বেড়ে গিয়েছে। সন্দেশখালির কালি ঢাকতে, এখন তৃণমূলের ঘরে কালি ঢালার চেষ্টা করছে। সন্দেশখালির কথা আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন।

‘মায়েদের আত্মসম্মান হারালে ফেরে না’, সন্দেশখালি ইস্যুতে তোপ মমতার

এই ঘটনাটা কী ভাবে সাজিয়েছিল কেউ বুঝতে পেরেছিলেন? সন্দেশখালি টাকা দিয়ে সাজানো হয়েছিল। আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান গেলে সেটা ফিরে পাওয়া যায় না।’ অর্থাৎ ভিডিওকে অস্ত্র করে বিজেপিকেই পালটা চাপ দিলেন মমতা।

‘মায়েদের আত্মসম্মান হারালে ফেরে না’, সন্দেশখালি ইস্যুতে তোপ মমতার

তাঁদের নারীদের সম্মানহরণকারী বলে আক্রমণ করলেন। এখানেই শেষ নয়, এদিন চাকরি বাতিল নিয়েও বিজেপিকে হাতিয়ার করেন তিনি। বলেন, “এত মানুষের চাকরি কেড়ে নিয়ে বলছে পাশে থাকব।” তাঁর স্পষ্ট মন্তব্য, ‘‘বিজেপিকে উৎখাত না করে আমি যাব না। যেমন সিপিএমকে উৎখাত করেছিলাম।

‘মায়েদের আত্মসম্মান হারালে ফেরে না’, সন্দেশখালি ইস্যুতে তোপ মমতার

সব বিজ্ঞাপন নস্যাৎ করে বলছি, সব মিথ্যা। আগের বার বলেছিলেন ২০০ পার। এবার বলছেন দেশে ৪০০ পার। পগার পার হয়ে যাবেন।’’ পাশাপাশি এদিন কেষ্ট গড়ে দাঁড়িয়ে অনুব্রতর ঢালাও প্রশংসাও করেন তিনি।তিনি বলেন, “অনেক উন্নয়ন হয়েছে। বীরভূমের অনেক ব্রিজ, রাস্তাঘাট হয়েছে। এবং সেটা সম্ভব হয়েছে ফুল টিম।

‘মায়েদের আত্মসম্মান হারালে ফেরে না’, সন্দেশখালি ইস্যুতে তোপ মমতার

কেষ্ট আজকে জেলে থাকলেও আমি বিশ্বাস করি এই ছেলেটা উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত।” তিনি বলেন, “বিজেপি সাজিয়ে গুছিয়ে কেস করেছে। তাতে কী যায় আসে? একদিন না একদিন তো বেরবে। কেজরিওয়ালকেও তো আটকে রেখেছে। হাতে সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে। বিচারব্যবস্থাও অনেকেটা কিনে ফেলেছে ওরা।”

Most Popular

error: Content is protected !!