Saturday, May 18, 2024
spot_img
Homeখেলামহিলাদের টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল আইসিসি

মহিলাদের টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল আইসিসি

রবিবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল আইসিসি। ৩ অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হবে মহিলাদের কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধ।সূচি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে ছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা।

মহিলাদের টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল আইসিসি

এবার মহিলাদের বিশ্বকাপে অংশগ্রহণ করবে দশটি দেশ। প্রতিটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা প্রথম দল। গ্রুপ বি-তে রয়েছে আয়োজক বাংলাদেশ, ইংল্যান্ড,

মহিলাদের টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল আইসিসি

দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় দল।৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মাঠে নামবে ৪ অক্টোবর। তাদের সামনে যোগ্যতা অর্জনকারী প্রথম দল। ওই দিনই শুরু হবে ভারতের অভিযান।

মহিলাদের টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল আইসিসি

হরমনপ্রীত কৌরদের সামনে নিউজিল্যান্ড।ভারত-পাকিস্তানের মহারণ হবে ৬ অক্টোবর।প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সেমিফাইনালে।সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ অক্টোবর। ফাইনাল ২০ অক্টোবর।

Most Popular

error: Content is protected !!