Sunday, May 19, 2024
spot_img
Homeদেশনুপুর শর্মা সহ একাধিক হিন্দুত্ববাদীকে খুনের ষড়যন্ত্র, সুরাত থেকে গ্রেপ্তার মৌলবি

নুপুর শর্মা সহ একাধিক হিন্দুত্ববাদীকে খুনের ষড়যন্ত্র, সুরাত থেকে গ্রেপ্তার মৌলবি

নুপূর শর্মাকে খুনের ছক কষার অভিযোগে গুজরাটের সুরাত থেকে গ্রেপ্তার করা হল মৌলবী আবু বকর টিমলকে। কেবল নুপূরই নয়, হিন্দু সনাতন সংঘের জাতীয় সভাপতি উপদেশ রানা, হায়দরাবাদের বিধায়ক বিজেপি নেতা রাজা সিং ও এক হিন্দি নিউজ চ্যানেলের এডিটর-ইন-চিফ সুরেশ চভঙ্কেকে খুনের ছক কষার অভিযোগও রয়েছে ২৭ বছর বয়সি অভিযুক্তের বিরুদ্ধে।

নুপুর শর্মা সহ একাধিক হিন্দুত্ববাদীকে খুনের ষড়যন্ত্র, সুরাত থেকে গ্রেপ্তার মৌলবি

পাশাপাশি নির্বাচনের সময় দাঙ্গা বাঁধানোরও পরিকল্পনা ছিল অভিযুক্তর।একটি সুতো কারখানার ম্যানেজারের পদে ছিলেন অভিযুক্ত। সেই সঙ্গে মুসলিম শিশুদের ইসলাম শিক্ষা দেওয়ার প্রাইভেট টিউশনও করতেন তিনি। পুলিশ জানতে পারে, তিনি কোনও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ধর্মীয় বিভাজনমূলক পোস্ট করছেন এবং দাঙ্গা বাঁধানোর উসকানি দিচ্ছেন।

নুপুর শর্মা সহ একাধিক হিন্দুত্ববাদীকে খুনের ষড়যন্ত্র, সুরাত থেকে গ্রেপ্তার মৌলবি

খবর আসতেই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত।তদন্তকারীদের দাবি, টিমলের মোবাইল চ্যাট খতিয়ে দেখে তাঁরা জানতে পারেন পাকিস্তান ও নেপালের দুই নাগরিকের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। উপদেশ রানাকে মারার জন্য ১ কোটি টাকা সুপারি ও অস্ত্রশস্ত্র জোগান দেওয়ার প্রস্তাবও দিতে দেখা যায় তাঁকে।

নুপুর শর্মা সহ একাধিক হিন্দুত্ববাদীকে খুনের ষড়যন্ত্র, সুরাত থেকে গ্রেপ্তার মৌলবি

পুলিশ জানিয়েছে, উপদেশই টিমলের প্রথম ‘টার্গেট’ ছিলেন। পরে দেখা যায় নুপূর-সহ আরও তিনজন রয়েছে সেই তালিকায়। সেই সঙ্গে চ্যাট থেকে জানা যাচ্ছে, ভোটের সময় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোরও ছক কষছিলেন তিনি। আরও কাউকে খুনের ছক কষা হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

Most Popular

error: Content is protected !!