Saturday, May 18, 2024
spot_img
Homeদেশনিজ্জর খুনে গ্রেপ্তার ৩ ভারতীয়, মুখ খুললেন বিদেশমন্ত্রী

নিজ্জর খুনে গ্রেপ্তার ৩ ভারতীয়, মুখ খুললেন বিদেশমন্ত্রী

খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের মামলায় কানাডায় গ্রেপ্তার তিন ভারতীয় নাগরিক।এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি জানালেন, কানাডার পুলিশ এবিষয়ে কী তথ্য নয়াদিল্লিকে জানায়, সেজন্য কেন্দ্র অপেক্ষা করবে।

নিজ্জর খুনে গ্রেপ্তার ৩ ভারতীয়, মুখ খুললেন বিদেশমন্ত্রী

প্রসঙ্গত, ২০২৩-এর ১৮ জুন সুরে শহরে একটি গুরুদ্বারের কাছে খুন হয় নিজ্জর।আর এই খুনের মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে তিন ভারতীয়কে। তাঁদের নাম যথাক্রমে–করণ ব্রার (২২), কমলপ্রীত সিং (২২) ও করণপ্রীত সিং (২৮)। তাঁদের বিরুদ্ধে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে।

নিজ্জর খুনে গ্রেপ্তার ৩ ভারতীয়, মুখ খুললেন বিদেশমন্ত্রী

কানাডা পুলিশের সুপারিনটেন্ডেন্ট তথা নিজ্জর খুনের প্রধান তদন্তকারী আধিকারিক মনদীপ মোকারের কথায়, ধৃতরা আলবের্তা শহরের বাসিন্দা। তিনি আরও জানান, ভারত সরকারের সঙ্গে ধৃতদের যোগ খতিয়ে দেখা হচ্ছে।জয়শংকর বলেন, ”ধৃতরা আপাত ভাবে কোনও দলের সঙ্গে যুক্ত, পুলিশ আমাদের কী জানায় সেজন্য আমরা অপেক্ষা করব।

নিজ্জর খুনে গ্রেপ্তার ৩ ভারতীয়, মুখ খুললেন বিদেশমন্ত্রী

কিন্তু আমি বলতে চাই, আমাদের অন্যতম উদ্বেগ হল ওরা ভারত থেকে, বিশেষ করে পাঞ্জাব থেকে সংগঠিত অপরাধ হতে দিয়েছে কানাডায়।” এদিকে কানাডায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় ভার্মা জানিয়েছেন, কানাডার তরফে এবিষয়ে নিয়মিত কী আপডেট দেওয়া হয় সেদিকে তিনি লক্ষ রাখবেন।

নিজ্জর খুনে গ্রেপ্তার ৩ ভারতীয়, মুখ খুললেন বিদেশমন্ত্রী

তাঁর কথায়, ”আমরা বুঝতে পারছি কানাডার সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এই বিষয়ে তদন্ত চালিয়ে ওদের গ্রেপ্তার করেছে। এটা একেবারেই কানাডার অভ্যন্তরীণ বিষয়। আর সেই কারণেই এই বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।”

Most Popular

error: Content is protected !!