Saturday, May 18, 2024
spot_img
Homeরাজ্য‘তৃণমূলকে দিয়ে ভোট ভাগ করবেন না’, বঙ্গে এসে আর্জি মল্লিকার্জুন খাড়গের

‘তৃণমূলকে দিয়ে ভোট ভাগ করবেন না’, বঙ্গে এসে আর্জি মল্লিকার্জুন খাড়গের

লোকসভার প্রচারে প্রথমবার বাংলায় এসে তৃণমূল বা বিজেপিকে ভোট না দেওয়ার আর্জি জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা না হলেও সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেনি কংগ্রেসের শীর্ষনেতৃত্ব।রবিবার মালদহের সভা থেকে সেই নীতির অন্যথা হল না।

‘তৃণমূলকে দিয়ে ভোট ভাগ করবেন না’, বঙ্গে এসে আর্জি মল্লিকার্জুন খাড়গের

খাড়গে মালদহের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে সেভাবে সরব হলেন না। তাঁর অভিযোগ একটাই, তৃণমূলও বিজেপির মতো কংগ্রেস ভেঙেছে। কংগ্রেস পরিবারকে ভাঙার চেষ্টা করেছে। গোটা ভাষণে শুধু বিজেপিকে আক্রমণ করে গেলেন খাড়গে। তবে শেষে তাঁর সাবধানবাণী,

‘তৃণমূলকে দিয়ে ভোট ভাগ করবেন না’, বঙ্গে এসে আর্জি মল্লিকার্জুন খাড়গের

“তৃণমূলকে ভোট দিয়ে ভোটের বিভাজন করবেন না। তৃণমূল গোটা দেশে নেই। কংগ্রেস কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সর্বত্র আছে। অন্য দল ছোট ছোট, রাজ্যে রাজ্যে আছে।” এদিনের সভা থেকে আরও একটা দাবি করে গিয়েছেন খাড়গে।

‘তৃণমূলকে দিয়ে ভোট ভাগ করবেন না’, বঙ্গে এসে আর্জি মল্লিকার্জুন খাড়গের

যা তৃণমূলের অন্দরে জল্পনার উদ্রেক করতে পারে। কংগ্রেস সভাপতির দাবি, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়া মৌসম নূর তৃণমূলে বিরক্ত। তিনি দলে ফিরতে চাইছেন।”

Most Popular

error: Content is protected !!