Friday, May 17, 2024
spot_img
Homeরাজ্যমাধ্যমিকে প্রথম দশে ৫৭, প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন

মাধ্যমিকে প্রথম দশে ৫৭, প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন

প্রকাশিত হল মাধ্যমিকের ফল।পরীক্ষার ৮০ দিনের মাথায় ঘোষণা হল এ বছরের মাধ‍্যমিকের ফলাফল। বৃহস্পতিবার মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের কৃতি তালিকা প্রকাশ করেছেন।মেধাতালিকার প্রথম দশে এ বার রয়েছে ৫৭ জন।এদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৫ এবং ছাত্রীর সংখ্যা ১২।

মাধ্যমিকে প্রথম দশে ৫৭, প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন

মাধ্যমিকে প্রথম স্থানে রয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ৭০০ নম্বরের পরীক্ষায় সে পেয়েছে ৬৯৩। দ্বিতীয় স্থানে পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থানে রয়েছে ৩ জন পরীক্ষার্থী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ,

মাধ্যমিকে প্রথম দশে ৫৭, প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন

বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র নৈর্ঋতরঞ্জন পাল। এদের প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১ শতাংশ)।প্রথম ১০ এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ৮ জন, দক্ষিণ দিনাজপুর থেকে ৭ জন, পূর্ব বর্ধমান থেকে ৭ জন, পূর্ব মেদিনীপুর থেকে ৭ জন,

মাধ্যমিকে প্রথম দশে ৫৭, প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন

বাঁকুড়া থেকে ৪ জন, বীরভূম থেকে ৪ জন, উত্তর ২৪ পরগনা থেকে ৪ জন, হাওড়া থেকে ১ জন, কলকাতা থেকে ১ জন, পুরুলিয়া থেকে ১ জন, মালদা থেকে ৪ জন, পশ্চিম মেদিনীপুর থেকে ৪ জন, কোচবিহার থেকে ২ জন রয়েছে।মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।

মাধ্যমিকে প্রথম দশে ৫৭, প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন

মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাস করেছে। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ। ২০২৩-এ এই হার ছিল ৮৬.১৫ শতাংশ। চলতি বছর মাধ্যমিকে অনুত্তীর্ণের সংখ্যা ১,১৭,৪৪৭ জন। পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ কিংবা নকল করার অপরাধে বাতিল হয়েছিল ৪৬ জনের পরীক্ষা।

মাধ্যমিকে প্রথম দশে ৫৭, প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন

দু’জন পরীক্ষার্থীর ফল স্থগিত রাখা হয়েছে।এই বছর মাধ‍্যমিকের পাশের হার ৮৬.৩১ শতাংশ। অন্য বারের মতোই এবারও পাশের হারে কলকাতাকে টেক্কা দিল জেলা। পাশের হারের নিরিখে প্রথমে কালিম্পং, দ্বিতীয় পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।

Most Popular

error: Content is protected !!