Tuesday, April 30, 2024
spot_img
Homeখেলা১১ জন ব্যাটার নিয়েই প্রথম একাদশ সাজাক আরসিবি : শ্রীকান্ত

১১ জন ব্যাটার নিয়েই প্রথম একাদশ সাজাক আরসিবি : শ্রীকান্ত

১১ জন ব্যাটার নিয়েই প্রথম একাদশ সাজাক আরসিবি, জয়ের সরণিতে ফেরাতে কোহলিদের এমনটাই দাওয়াই দিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত।সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বোলারদের একেবারে পিটিয়ে ছাতু করে দেয় হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ স্কোর ২৮৭ তুলেছিলেন ট্র্যাভিস হেডরা।

১১ জন ব্যাটার নিয়েই প্রথম একাদশ সাজাক আরসিবি : শ্রীকান্ত

মারমুখী হায়দরাবাদের ব্যাটিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন আরসিবি বোলাররা। চার পেসার মিলে ১০ ওভারে ১৩৭ রান দেন। ওইদিন দলের সফলতম বোলার ছিলেন উইল জ্যাক্স। বোলারদের দুর্দশা দেখে মাঠের দর্শকরা ধ্বনি তোলেন, কোহলিকে বোলিং দেওয়া হোক।এবার সেই কথাই শোনা গেল বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারের মুখে।

১১ জন ব্যাটার নিয়েই প্রথম একাদশ সাজাক আরসিবি : শ্রীকান্ত

নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, “আরসিবির সেরা বোলার তো উইল জ্যাক্স। আমার মনে হয় ওরা ১১ জন ব্যাটারকে নিয়েই প্রথম একাদশ নামাক। দুওভার বল করুক অধিনায়ক ফ্যাফ। অন্যদিকে ক্যামেরন গ্রিন ৪ ওভার করতে পারবে। বিরাটও যদি ৪ ওভার বল করে তাহলে এত বেশি রান দেবে না।”

১১ জন ব্যাটার নিয়েই প্রথম একাদশ সাজাক আরসিবি : শ্রীকান্ত

সোমবার ম্যাচ শেষে মাঠের মধ্যেই কেঁদে ফেলেছিলেন বিরাট। মাত্র ১টি ম্যাচ জিতে লিগ টেবিলে সকলের নিচে রয়েছে আরসিবি। এহেন পরিস্থিতিতে কিং কোহলির অবস্থা দেখে দুঃখিত শ্রীকান্তও। তাঁর কথায়, “একটা সময় আমার খুব খারাপ লাগে বিরাটকে দেখে।

১১ জন ব্যাটার নিয়েই প্রথম একাদশ সাজাক আরসিবি : শ্রীকান্ত

ও দাঁড়িয়ে দেখছে যে বল স্টেডিয়ামের বাইরে উড়ে যাচ্ছে। হেড, ক্লাসেনের পর যখন আবদুল সামাদও এত ঝোড়ো ব্যাটিং করেছে, সেটাই আরসিবির কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে।”

Most Popular