Tuesday, April 30, 2024
spot_img
Homeজেলাবারুইপুর রামনবমী উদযাপন সমিতির পক্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

বারুইপুর রামনবমী উদযাপন সমিতির পক্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

প্রদীপ কুমার সিংহ :
বারুইপুর: আজ ভগবান রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে
মহা রাম নবমী পালন করা হয়।। সারা দেশের সাথে সাথে আজ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ও সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী। সোনাপুর,বারুইপুর বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষে রামের জন্মদিন পালিত হচ্ছে রাম ঠাকুর তুলে।

বারুইপুর রামনবমী উদযাপন সমিতির পক্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে বারুইপুরে এক মহা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বারুইপুর রাস মাঠ থেকে শুরু হয়ে বারুইপুর রেলগেট গিয়ে শেষ হয়।বারুইপুর রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে এই সমগ্র অনুষ্ঠান এবং শোভাযাত্রার আয়োজন করা হয়।

বারুইপুর রামনবমী উদযাপন সমিতির পক্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

এই শোভাযাত্রায় কয়েক হাজার সনাতনী রামভক্ত ধর্মপ্রাণ মানুষের সাথে পায়ে পা মেলান যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী সহ একাধিক নেতৃত্ব. এই শোভাযাত্রা ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনার না ঘটে তার জন্য বারুইপুর পুলিশের জেলার পক্ষ থেকে বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায়,

বারুইপুর রামনবমী উদযাপন সমিতির পক্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর কাঞ্চন রায় সহ বিশাল পুলিশ বাহিনী দিয়ে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। এমনকি কঠোর নিরাপত্তার জন্য ড্রন ব্যবহার করা হয়। এই শোভাযাত্রা সীতাকুন্ড শিখর বালি বারুইপুর নিউ ইন্ডিয়া মাঠের পূজা মাদারাট বিভিন্ন অঞ্চলের রাম ঠাকুর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল।

বারুইপুর রামনবমী উদযাপন সমিতির পক্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

শোভাযাত্রা ডিজে বাজিয়ে উদযাপন কমিটির কবিরা নাচতে যায় সেই দৃশ্য দেখার জন্য রাস্তার দুই ধারে অগণিত আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।

Most Popular