Tuesday, April 30, 2024
spot_img
Homeদেশ‘দেশে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূল’, অসম থেকে ঘোষণা মমতার

‘দেশে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূল’, অসম থেকে ঘোষণা মমতার

সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেসই। অসমে ভোটপ্রচারে গিয়ে জোর গলায় বলে এলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।অসমের চার আসনে লড়ছেন তৃণমূল প্রার্থীরা। মূলত বাঙালি এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে লড়ছে এরাজ্যের শাসকদল।এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের বাইরে প্রথম অসমেই প্রচারে গেলেন মমতা।বুধবার অসমের শিলচরে প্রথম সভা করতে গিয়ে বাংলায় তৃণমূল সরকারের সাফল্য এবং বিভিন্ন প্রকল্পের কথা একে একে তুলে ধরেন মমতা।কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক প্রকল্পের সুযোগ-সুবিধার কথা উঠে এসেছে তাঁর ভাষণে। মমতার দাবি, “বিজেপির শাসনে এই সুযোগ-সুবিধা পাবেন না অসমের মানুষ। তা পেতে হলে ভোট দিতে হবে তৃণমূলে। বাংলায় তিনি কী কী করেছেন, তার খতিয়ান দিয়ে ভোট চেয়েছেন শিলচরের মানুষের কাছে।” সিএএ এবং এনআরসি প্রসঙ্গে মমতা বলেন, ‘‘এনআরসিতে এখানে যখন লক্ষ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছিল, আমি আপনাদের পাশে ছিলাম। আমি কলকাতায় রোজ মিছিল করতাম। বিজেপির অত্যাচারের কাহিনি আমি জানি। দেশ জুড়ে অনেক আগুন ওরা জ্বালিয়েছে, তাণ্ডব চালিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা জিতলে এনআরসি হবে না, সিএএ হবে না, অভিন্ন দেওয়ানি বিধি হবে না। আমরা সে সব তুলে দেব। অসমে যাঁদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত হয়ে আছে, আমি তাঁদের ভবিষ্যৎ গড়ে দেব।’’ বিজেপিকে বিঁধে মমতার বক্তব্য, “তোমরা গোটা ভারতকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছ। জেলখানা বানিয়ে দিয়েছ। দাঙ্গাবাজ, ভাঁওতাবাজ, লুটেরা এই সরকার। আর ভয় পাবেন না। এদের দূর করুন।” তিনি বলেন, “ টিভিগুলোকে টাকা দিয়ে খাওয়াচ্ছে। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। কী বলছে? এইবার ৪০০ পার। আমি বলছি, প্রথমে তো ২০০ পেরোও। আগেরবার পিকে থেকে তিনশো হয়েছিল। এবার তো আরও হারবে। গো হারান হারবে বলে গেলাম। আগে দুশো পার করুন তারপর সাঁতার কাটবেন। আর সাঁতার কাটার কিছু না পেলে ডোবা দিয়ে দেব। নয়ত বাংলায় কোনও একটা পুকুর দেব। দিঘার সমুদ্র দিয়ে দেব। তবে মানুষকে মিথ্যা বলে চমকাবেন না।” অসমে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই কংগ্রেসের। তৃণমূলও যে পিছিয়ে নেই সেটাও এদিন বুঝিয়ে দিয়েছেন মমতা। সাফ জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে অসম বা বাংলায় আসনরফা না হলেও সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূলই। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায়,”আপনারা এক হোন। জোট বাঁধুন। জোট মানে তৃণমূল কংগ্রেস। আমরাই ইন্ডিয়াকে পথ দেখাব। আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে। কংগ্রেসও নেই, সিপিএমও নেই। ওরা বিজেপিকে সাহায্য করবে। মনে রাখবেন গোটা দেশে আমরাই ইন্ডিয়াকে নেতৃত্ব দেব, যদি আপনাদের সমর্থন থাকে। এটা আপনাদের বলে রাখলাম।” মমতা বললেন, “বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন- শুধু এই দুই গোষ্ঠী এক হলেই ৭০ শতাংশ হয়ে যায়। আপনারা আবার কবে এক হবেন। আমাদের চার আসনে জেতান। অসমের আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল সব আসনে লড়াই করবে এবং জিতবে। এবার ট্রায়াল দিতে এসেছি। ফাইনাল বাকি আছে।আমি আবার আসব।” কবে আসবেন? কেন আসবেন? তাও জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, “আপনারা আমাকে জেতান। আমার প্রার্থী রাধেশ্যাম ও অন্যান্যদের জেতান। আমি কথা দিচ্ছি, বিধানসভায় সব আসনে তৃণমূল প্রার্থী দেবে।” লোকসভা নির্বাচনে অসমে শিলচর ছাড়াও আরও তিনটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। বরপেটায় আবুল কালাম আজাদ, লখিমপুরে ঘনকান্ত চুতিয়া এবং কোকড়াঝাড়ে গৌরীশঙ্কর শরণিয়াকে প্রার্থী করেছে জোড়াফুল। তাঁদের সমর্থনেও এদিন প্রচার করেন মমতা।

Most Popular