Wednesday, May 1, 2024
spot_img
Homeরাজ্যউদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি নিয়ে কমিশনে নিশীথ

উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি নিয়ে কমিশনে নিশীথ

শুক্রবার প্রথম দফায় কোচবিহারে ভোট। তার আগে বুধবার উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে কমিশনের দ্বারস্থ নিশীথ প্রামাণিক। তিনি কমিশনে একটি চিঠি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, “আপনারা জানেন যে উদয়ন গুহই যাবতীয় গুন্ডামির মূল। নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হওয়া সত্ত্বেও আমার ব়্যালিতে আক্রমণ করা হয়েছে।

উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি নিয়ে কমিশনে নিশীথ

বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে ওনার উস্কানিতে।” উদয়ন গুহ বরাবর হিংসাত্মক মন্তব্য করে আমজনতাকে উত্তপ্ত করে তোলেন বলেও অভিযোগ করেন নিশীথ।নিশীথের এই চিঠির পালটা দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর দাবি, তিনি কোনও হামলার ঘটনায় জড়িত নন। বরং বারবার তাঁকে আক্রমণ করা হয়েছে।

উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি নিয়ে কমিশনে নিশীথ

উদয়নের দাবি, বিজেপি, মূলত নিশীথ বুঝে গিয়েছেন জয় আসবে না। তাই এভাবে তাঁকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। ভোটের দিন উদয়ন গুহকে যদি নিজের বুথের মধ্যে আটকে ফেলা যায়, তাহলে বিজেপির ভোট লুটে সুবিধা হবে বলেই দাবি তৃণমূলের।

Most Popular