Tuesday, April 30, 2024
spot_img
Homeরাজ্যআদালতের নির্দেশ অমান্য করে অস্ত্র হাতে রামনবমীর মিছিলে বিজেপির নেতা-কর্মীরা

আদালতের নির্দেশ অমান্য করে অস্ত্র হাতে রামনবমীর মিছিলে বিজেপির নেতা-কর্মীরা

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অস্ত্র হাতে রামনবমীর মিছিলে দেখা গেল বিজেপি নেতা-কর্মীদের। বুধবার সকালে মধ্য হাওড়ার শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজাতলা পর্যন্ত রামনবমীর একটি শোভাযাত্রা বার হয়। শোভাযাত্রার একেবারে সামনে ছিলেন হাওড়া সদর লোকসভার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং বিজেপির হাওড়া সদরের সভাপতি।

আদালতের নির্দেশ অমান্য করে অস্ত্র হাতে রামনবমীর মিছিলে বিজেপির নেতা-কর্মীরা

ওই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অনেকের হাতেই খোলা তরোয়াল দেখতে পাওয়া গিয়েছে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল, মিছিলে ২০০-র বেশি লোক রাখা যাবে না। অস্ত্র প্রদর্শনও নিষিদ্ধ। আদালতের নির্দেশ সত্ত্বেও কী করে বিজেপি নেতারা রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে অংশ নিতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আদালতের নির্দেশ অমান্য করে অস্ত্র হাতে রামনবমীর মিছিলে বিজেপির নেতা-কর্মীরা

এপ্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, “এটা পরম্পরা। এটা প্রতীকী। এই অস্ত্র কাউকে আঘাত করার জন্য নয়।” পাশাপাশি দেবী দুর্গার সঙ্গেও তুলনা টানেন তিনি। বলেন, “মা দুর্গার হাতেও তো অস্ত্র থাকে, তাতে কি আমরা ভয় পাই?”

আদালতের নির্দেশ অমান্য করে অস্ত্র হাতে রামনবমীর মিছিলে বিজেপির নেতা-কর্মীরা

বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর রাম নবমীর মিছিল করেন ৷ শুধু হাওড়া নয় প্রাক্তন আইপিএস অফিসারকে হাতে তরোয়াল নিয়ে মিছিল করতে দেখা যায় বলে অভিযোগ৷

Most Popular