Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্য৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যসচিবের

৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যসচিবের

প্রবল গরমে ‘পুড়ছে’ বাংলা। ৪৩ ডিগ্রি ছোঁয়ার পথে পশ্চিমাঞ্চল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ হতে পারে । দক্ষিণবঙ্গের আট জেলায় আগামী কয়েকদিনে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া ,

৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যসচিবের

ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার অনেক এলাকায় পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস।এই পরিস্থিতিতে তাপপ্রবাহের আশঙ্কায় জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব বি পি গোপালিকা।ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব সহ জেলাশাসকরাও।

৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যসচিবের

এই বৈঠক থেকে জেলাগুলোকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।যেখানে জলের সমস্যা দেখা দিচ্ছে এবং যেখানে এখনও নলবাহিত পানীয় জল পৌঁছানো সম্ভব হয়নি, সেই সব এলাকার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যসচিবের

প্রয়োজনে সেই সব এলাকায় যাতে পানীয় জলের গাড়ি পাঠানো যায়, তার নির্দেশ দেওয়া হয়েছে এই দিনের বৈঠকে । কোথাও গাড়ি পাঠানোর সমস্যা থাকলে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পানীয় জলের যে পাউচ প্যাকেট আছে সেগুলি পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার কথা বলা হয়েছে ।

৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যসচিবের

প্রতিটি জেলার কন্ট্রোল রুমকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

Most Popular