Monday, April 29, 2024
spot_img
Homeজেলাবিজেপির দলীয় পতাকা ছেঁড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল বারুইপুরে

বিজেপির দলীয় পতাকা ছেঁড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল বারুইপুরে

বিশ্ব সমাচার, বারুইপুর: বিজেপির দলীয় পতাকা ছেঁড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারাইপুর থানার অন্তত মল্লিকপুরে সোমবার রাতে। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দলীয় পতাকা ছিড়ে দেয়। এই ব্যাপারে বারুইপুর থানার অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

বিজেপির দলীয় পতাকা ছেঁড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল বারুইপুরে

ওই রাতেই যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি মল্লিকপুর এলাকায় জনসংযোগ ও ভোট প্রচার করেন। তাঁর অভিযোগ, তৃণমূল-সিপিএম একই। সম্প্রতি তৃণমূল ও সিপিএম, দুই দলের দেওয়ালে একই স্লোগান লেখা হয়েছে। সেই প্রসঙ্গ তুলে এদিন অনির্বাণ বলেন, আমি তো দীর্ঘদিন ধরেই বলছি।

বিজেপির দলীয় পতাকা ছেঁড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল বারুইপুরে

ওরা আসলে একই। দু’দলের দেওয়ালে একই স্লোগান লেখার ঘটনায় তা প্রমাণ হয়ে গেল। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ সিপিএম থেকে তৃণমূলে এসেছেন বলেও অভিযোগ করেন তিনি।বিজেপি কি বিরোধীশূন্য করতে চাইছে? এই প্রসঙ্গে অনির্বাণ বলেন, বিরোধী থাকবে কি থাকবে না, সেটা কেন্দ্রীয় সরকার বা বিজেপি ঠিক করে না, সেটা মানুষ ঠিক করবেন।

বিজেপির দলীয় পতাকা ছেঁড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল বারুইপুরে

আমরা তো দীর্ঘদিন বিরোধী আসনে ছিলাম। ফলে বিরোধী থাকবে না, এটা আমরা কখনওই চাইব না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা প্রসঙ্গে অনির্বাণ বলেন, নির্বাচন কমিশনে অভিযোগ জানান।

বিজেপির দলীয় পতাকা ছেঁড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল বারুইপুরে

অভিষেকের বিজেপি-নির্বাচন কমিশন আঁতাঁতের অভিযোগ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ওঁকে ভোটে লড়তে হবে না। উনি বসে যান, যদি তিনি মনে করেন, নির্বাচন কমিশনার ও বিজেপির মধ্যে আঁতাঁত থাকে।

Most Popular