Monday, April 29, 2024
spot_img
Homeদেশনিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ২৯ মাওবাদী, আহত ৩ জওয়ান

নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ২৯ মাওবাদী, আহত ৩ জওয়ান

অভিষেক প্রধান: ২ দিন পর শুরু লোকসভা নির্বাচন। তার আগেই মাওবাদী এনকাউন্টারের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের এনকাউন্টারে মৃত্যু হল অন্তত ২৯ জন মাওবাদীর, আহত হলেন ৩ সেনাও।

নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ২৯ মাওবাদী, আহত ৩ জওয়ান

সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনিয়র পুলিশ অফিসার আইকে আলেসেলা বলেন, এলাকায় এখনও এনকাউন্টার চলছে। আগামী ২৬ এপ্রিল কাঙ্কেরে ভোট হওয়ার কথা।এদিকে এসপি ইন্দ্র কল্যাণ এলিসেলা এনকাউন্টারে নকশালদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নকশালদের মধ্যে শঙ্কর রাও নামে একজন বিশিষ্ট নকশাল কমান্ডারও রয়েছেন।

নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ২৯ মাওবাদী, আহত ৩ জওয়ান

শঙ্কর রাওকে ২৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়াও অভিযানে চারটি একে ৪৭ রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অভিযান সম্পর্কে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ছোটবেঠিয়া থানা এলাকার বিনাগুন্ডা ও করোনার গ্রামের মধ্যবর্তী হাপাটোলা জঙ্গলে এদিন দুপুর ২টার দিকে গোলাগুলি হয়।

নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ২৯ মাওবাদী, আহত ৩ জওয়ান

সেই সময়ে, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং রাজ্যের জেলা রিজার্ভ গার্ড এর একটি যৌথ দল নকশাল বিরোধী অভিযানে ছিল।তিনি বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, এনকাউন্টারে অন্তত ২৯ জন নকশাল নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।” ওই কর্মকর্তা আরও জানান, গুলিতে আহত তিন নিরাপত্তা কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Most Popular