Monday, April 29, 2024
spot_img
Homeদেশ'আপনি এতটাও নিষ্পাপ নন', সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে রামদেব

‘আপনি এতটাও নিষ্পাপ নন’, সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে রামদেব

পতঞ্জলি আয়ুর্বেদের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় যোগগুরু রামদেব এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালকৃষ্ণকে কড়া তিরস্কার করল সুপ্রিম কোর্ট।কোর্ট জানায়, আদালতের আদেশ হালকাভাবে নেওয়া যাবে না। আপনি যেভাবে দুঃখ প্রকাশ করেছেন তা আমরা মেনে নিতে পারছি না।

'আপনি এতটাও নিষ্পাপ নন', সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে রামদেব

মঙ্গলবার বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হয়।গতবারের শুনানিতেও কড়া সমালোচনা শুনতে হয়েছিল রামদেবকে। এদিন আদালত বলে, আপনি এতটাও নিষ্পাপ নন। দেশে যোগের বিস্তারে আপনার একটি বিশেষ ভূমিকা রয়েছে।

'আপনি এতটাও নিষ্পাপ নন', সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে রামদেব

কিন্ত তা বলে এটা নয় যে করোনাকালে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করতে হবে। কেন্দ্রীয় সরকারও কীভাবে এই ঘটনাকে তাদের নজরে আনল না তা নিয়েই বিষ্ময় প্রকাশ করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৩ এপ্রিল। সেদিন রামদেব ও বালকৃষ্ণ দুজনকেই আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Most Popular