Monday, April 29, 2024
spot_img
Homeদেশসংবিধান বদলের চেষ্টা করলে জনতা ওদের চোখ উপড়ে নেবে, হুঁশিয়ারি লালুর

সংবিধান বদলের চেষ্টা করলে জনতা ওদের চোখ উপড়ে নেবে, হুঁশিয়ারি লালুর

বিজেপি সংবিধান বদলের চেষ্টা চালালে দেশের জনতা ওদের চোখ উপড়ে নেবে, এমনটাই কড়া হুঁশিয়ারি দিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব।সোমবার লালু প্রসাদ যাদব বলেন, “আসন্ন লোকসভা নির্বাচনে রীতিমতো ভয়ে রয়েছেন নরেন্দ্র মোদি-সহ বিজেপি নেতারা। ওঁরা বুঝতে পারছেন আসন্ন লোকসভা নির্বাচনে ওঁদের হার হতে চলেছে।

সংবিধান বদলের চেষ্টা করলে জনতা ওদের চোখ উপড়ে নেবে, হুঁশিয়ারি লালুর

যার ফলেই ৪০০ পারের দাবি তুলছে বিজেপি। বিপুল ভোট চেয়ে মানুষের কাছে আবেদন জানাচ্ছে যাতে সংবিধান বদল করতে পারে।” এরপরই অতীত স্মরণ করিয়ে লালু বলেন, “নরেন্দ্র মোদির মনে থাকবে আরএসএস প্রধান মোহন ভাগবত দেশে সংরক্ষণ নীতি নিয়ে পুনরায় চিন্তাভাবনা করার দাবি করেছিলেন।

সংবিধান বদলের চেষ্টা করলে জনতা ওদের চোখ উপড়ে নেবে, হুঁশিয়ারি লালুর

সেই সময়ে দেশের জনতা বিজেপিকে ভোটের বাক্সে জবাব দিয়েছিল। এবারও সেই একই হাল হবে বিজেপির।” এরপরই সংবিধান বদল প্রসঙ্গে তোপ দেগে লালু বলেন, “এটা বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধান। কোনও আতিপাতি বাবার বানানো নয়। খবরদার, যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় সেক্ষেত্রে জনতা ছেড়ে কথা বলবে না।

সংবিধান বদলের চেষ্টা করলে জনতা ওদের চোখ উপড়ে নেবে, হুঁশিয়ারি লালুর

দেশের জনতা ওদের চোখ উপড়ে নেবে। ওঁরা চাইছে সংবিধান বদলে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিতে।” পাশাপাশি নরেন্দ্র মোদির উদ্দেশে তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী কেন সেই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না যারা সংবিধান বদলের কথা বলছেন।

Most Popular