Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্যভূপতিনগরে বিস্ফোরণের সময় বদল! কাকে আড়ালের চেষ্টা? প্রশ্ন এনআইএ-র

ভূপতিনগরে বিস্ফোরণের সময় বদল! কাকে আড়ালের চেষ্টা? প্রশ্ন এনআইএ-র

ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে আদালতে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ।সোমবার এনআইএ-র বিশেষ আদালতে মুখ্য বিচারক সৌম্যেন্দ্রনাথ দাসের এজলাসে চলে মামলার শুনানি। এদিন তদন্তকারী অফিসার বিচারকের সামনে বলেন, “ভূপতিনগর বিস্ফোরণের পর পুলিশ তদন্ত করে যে চার্জশিট দিয়েছিল তাতে বিস্ফোরণের সময় বলা হচ্ছে রাত সাড়ে আটটা।

ভূপতিনগরে বিস্ফোরণের সময় বদল! কাকে আড়ালের চেষ্টা? প্রশ্ন এনআইএ-র

কিন্তু আমরা তদন্তে পেয়েছি বিস্ফোরণ ঘটেছে রাত্রি দশটার আশেপাশে। এই মর্মে কয়েকজন সাক্ষীর বয়ানও পেয়েছি।”এনআইএ আধিকারিকদের দাবি, এই ঘটনায় কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে। আর সেই জন্যই চার্জশিটে বিস্ফোরণের সময় প্রায় দেড় ঘণ্টা এগিয়ে দেওয়ায় হয়েছে।

ভূপতিনগরে বিস্ফোরণের সময় বদল! কাকে আড়ালের চেষ্টা? প্রশ্ন এনআইএ-র

পাশাপশি তিনি আরও অভিযোগ করেন, বিস্ফোরণে যে তিন জনের মৃত্যু হয়েছিল তাঁদের মধ্যে দু’জন মৃতের সঙ্গে ওই দিন রাত ৯.৫১ মিনিট নাগাদ ফোনে কথা বলেছেন বলাই মাইতি ও মনোব্রত জানার। গোয়েন্দারা জানান,”কথোপকথনের এই কল ডিটেইলস আমার পেয়েছি। সাড়ে আটটায় বিস্ফোরণ হলে কীভাবে ৯.৫১ মিনিটে ফোনে কথা বলা সম্ভব?”

ভূপতিনগরে বিস্ফোরণের সময় বদল! কাকে আড়ালের চেষ্টা? প্রশ্ন এনআইএ-র

এ দিন, মনোব্রত ও বলাইকে আরও তিনদিন হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে এনআইএ। ঘটনার দিন অভিযুক্তরা ফোনে কী কী কথা বলেছেন সেই সব আরও বিস্তারিত জানার জন্য তাদের হেফাজতে পেতে চেয়েছেন গোয়েন্দা আধিকারিকরা।যদিও পত্রিকাটি মুদ্রণে যাওয়া পর্যন্ত কোনোও রায় দেয়নি বিচারক।

Most Popular